ফেনীতে বিনা ভোটে জয়ের পথে ওরা ১১ জন

এম শরীফ ভূঞা, ফেনী
 | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২১, ১২:৩২

ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীতে বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন নৌকার ১১ প্রার্থী। এর মধ্যে ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়নের চারটি, দাগনভূঞার ছয় ইউনিয়নের পাঁচটি ও সোনাগাজীর ৯ ইউনিয়নের দুটিতে চেয়ারম্যান হচ্ছেন তারা। জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের হারুন অর রশিদ, ধর্মপুর ইউনিয়নের শাহাদাত হোসেন ও শর্শদি ইউনিয়নে জানে আলম ভূঁঞা। এছাড়া কাজিরবাগ ইউনিয়নের কাজী বুলবুল আহম্মদ একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ফলে বর্তমানে সদর উপজেলায় একক প্রার্থী হিসেবে নৌকার চারজন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হতে চলেছেন। দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে নুর নবী, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নে মাসুদ রায়হান, ইয়াকুবপুর ইউনিয়নে আবুল ফোরকান বুলবুল, মাতুভূঞা ইউনিয়নে আবদুল্লাহ আল মামুন ও রাজাপুর ইউনিয়নে জয়নাল আবেদীন মামুন। সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মোশাররফ হোসেন বাদল ও মতিগঞ্জ ইউনিয়নে রবিউজ্জামান বাবুর নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন তারা।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ফেনী সদর উপজেলার মনোনয়নপত্র যাচাই বাছাইকালে বিভিন্ন কারণে উপজেলার ১০ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়পত্র বাতিল ঘোষণা করা হয়। এতে তিনটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়পত্র বাতিল হলে তিনজন একক প্রার্থী হিসেবে বিজয়ের পথে রয়েছেন। এছাড়া কাজিরবাগ ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় সেখানেও প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন জানান, সদর উপজেলার ১২ ইউনিয়নের চারটি, দাগনভূঞার ৬ ইউনিয়নের ৫টি ও সোনাগাজীর ৯ ইউনিয়নের ২টিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় জেলার সোনাগাজী উপজেলার ৯টি ও দাগনভূঞা উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

টাঙ্গাইলে লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

বাবার লাশের এক টুকরো মাংস আমাকে দাও: আনার কন্যা ডরিন

ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে মাফিয়া দুর্বৃত্তদের অভয়ারণ্য করেছে: গণতন্ত্র মঞ্চ

প্রতিশ্রুতি রাখেননি জনপ্রতিনিধিরা, রাস্তা বানাচ্ছেন গ্রামবাসী

ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে ৪০ হাজার ডলার উদ্ধার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন, আড়াই শতাধিক ঘর-দোকান পুড়ে ছাই

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, জুডিশিয়ালিকেও স্মার্ট করতে হবে: প্রধান বিচারপতি

কুষ্টিয়ায় বালুবোঝাই ট্রলি চাপায় বৃদ্ধা নিহত

প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন বাবা হত্যার বিচার করবেন: আনারের মেয়ে ডরিন

ফরিদপুরে রিকশা গ্যারেজে বারুদের বিস্ফোরণে যুবক আহত

এই বিভাগের সব খবর

শিরোনাম :