মির্জাপুরে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০২১, ১৩:৩৩
অ- অ+

মির্জাপুরে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ ব্যক্তির (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া বাজারের পশ্চিম পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইয়ুব খান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি ওই ডোবার পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে তারা।

আইয়ূব খান জানান, মরদেহের ডান হাতের বাহুতে ট্যাটুতে ইংরেজী অক্ষর ‘আর’ এবং বাম হাতের বাহুর ট্যাটুতে আরবি অক্ষরে ‘আল্লাহ্’ লেখা রয়েছে। চোখ মুখসহ বিভিন্ন অঙ্গ নষ্ট হয়ে গেছে। এক থেকে দেড় মাস আগে ওই ব্যক্তি মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারনা।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্ধিন বলেন, শনিবার সকালে উদ্ধার লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা