৩২৭ রানে থামল ভারতের ইনিংস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫:৫৯
অ- অ+

সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লোকেশ রাহুলের সেঞ্চুরি এবং মায়াঙ্ক আগারওয়ালের হাফ-সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করেছে সফররত ভারত। নিজেদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ১ উইকেটে ১৬ রান।

দক্ষিণ আফ্রিকা ৩২৭ রানে অলআউট হওয়ার পর ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। ইনিংসের প্রথম ওভারেই দলীয় ওপেনার ও অধিনায়ককে হারায় দলটি। জাস্প্রিত বুমরাহর করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে কটবিহাইন্ড হন ডেন এলগার। আউট হওয়ার আগে করেন ১ রান। এখন ৯ রানে এইডেন মারক্রাম এবং ৬ রানে কেগান পিটারসেন অপরাজিত রয়েছেন।

দিনের শুরুতে ব্যাট করতে নামে ভারত। কিন্তু ব্যাট হাতে এদিন সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটাররা। শেষ ৭ উইকেটে হারিয়ে মাত্র ৫৫ রান তুলতে পেরেছে দল। এদিন মাত্র ১ রান তুলে ব্যক্তিগত ১২৩ রানে ফেরেন ওপেনার লোকেশ রাহুল। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে ফিরেছেন ব্যক্তিগত ৪৮ রানে।

এরপর শেষ ছয়জন ব্যাটসম্যানের মধ্যে একমাত্র জাস্প্রিত বুমরাহ ছাড়া কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। ১৪ রানে ফেরেন বুমরাহ। এছাড়া ৮ রানে রিশাব পান্ত, ৪ রানে অশ্বিন, ৪ রানে শার্দুল এবং ৮ রানে আউট হন মোহাম্মদ সামি। এদিকে ৪ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকার পক্ষে একাই ছয়টি উইকেট নেন লুইগি এনগিদি। এছাড়া ক্যাগিসো রাবাদা তিনটি এবং মার্কো জানসেন একটি উইকেট নেন।

(ঢাকাটাইমস/২৮ডিসেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা