জেমস বন্ডকে পুরস্কৃত করবেন রানি এলিজাবেথ

নতুন বছরে জেমস বন্ড ভক্তদের জন্য দারুণ সুখবর। হলিউডের তুমুল জনপ্রিয় এই সিরিজের শেষ কয়েকটি ছবিতে অনবদ্য অভিনয় করা ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগকে পুরস্কৃত করতে যাচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
ভিনদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকায় রাখায় ক্রেইগকে ‘অর্ডার অব সেন্ট মাইকেল অ্যান্ড সেন্ট জর্জ’ উপাধি দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট। একই উপাধীতে ক্রেইগকে ‘জেমস বন্ড’ সিরিজের একটি সিনেমাতেও সম্মাননা দেওয়া হয়।
২০০৬ সাল থেকে জেমস বন্ডের ভূমিকায় অনবদ্য অভিনয় করে চলেছেন ৫৩ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ। এই সিরিজের সবশেষ সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পেয়েছে গত বছরের সেপ্টেম্বরে। যেটি বাংলাদেশের সিনেপ্লেক্সগুলোতেও দেখানো হয়।
প্রসঙ্গত, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ২০২২ সালের সম্মাননা তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে তা গত ৩১ ডিসেম্বর ফাঁস হয়ে গেছে। এবার পুরস্কারপ্রাপ্তদের তালিকায় ড্যানিয়েল ক্রেইগের পাশাপাশি স্থান পেয়েছেন করোনাভাইরাস মোকাবিলার সম্মুখসারির যোদ্ধারা।
ঢাকাটাইমস/০২জানুয়ারি/এএইচ

মন্তব্য করুন