গহীন পাহাড়ে র‌্যাবের অভিযান, অস্ত্রসহ ধরা ৪ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২২, ১০:৩৫
অ- অ+

কক্সবাজার-বান্দরবান সীমান্তের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানে অস্ত্র ও গুলিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে এলিট ফোর্সটি।

শুক্রবার সকালে উপজেলার ঘুমধুমের তুমব্রুর পাহাড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর, ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ, আবদুস সবুরের ছেলে খায়রুল আমিন এবং থাইংখালী ক্যাম্প-১৩ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়টিতে অভিযান চলায় র‌্যাব। এসময় মাটিতে পুঁতে রাখা দুটি বিদেশি পিস্তল ও ছয়টি দেশীয় তৈরি অস্ত্রসহ ও বেশকিছু গোলাবারুদসহ চার রোহিঙ্গাকে আটক করা হয়। মামলা দেওয়ার পর তাদের থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/৭জানুয়ারি/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাদওয়ান ববির বিরুদ্ধে দুদেকর মামলা
নগরকান্দায় বাসচাপায় নারীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ
গত জুনের চেয়ে চলতি জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কম
হাসিনাকে কেন পুশইন করছেন না, ভারতকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা