কানাইলাল মন্দিরে কুঞ্জমেলা ও শতবর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২২, ২২:৩০
অ- অ+

শতবর্ষে পা রাখল কানাইলাল মন্দির। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়াখোলা গ্রামের ১৯২১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধর্মীয় প্রার্থনা, বিভিন্ন পূজা, ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও রাধা কৃষ্ণের যুগল মিলন (কুঞ্জমেলা) অনুষ্ঠিত হয়েছে। তবে এবার ছিল ব্যতিক্রম সব আয়োজন।

শুক্রবার ভোর থেকে কৃষ্ণের কীর্তন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে ভক্তদের উপচেপড়া ভিড় শুরু হয়। ভাক্তরা রাধা-কৃষ্ণের পূজা অর্চনায়, কীর্তন, বাদ্যযন্ত্রের বাজনায়, উলুধ্বনি ও জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠে মন্দির।

শতবর্ষকে সামনে রেখে মন্দিরকে সাজানো হয়েছে রঙিন কাগজের নকশায় এবং বাহারি রঙের ফুলে, যা আপনাকে এক নিমিষেই আকৃষ্ট করেবে। মন্দিরের ফটক থেকে শুরু করে সম্পূর্ণ রাস্তা বর্ণিল সাজে সাজানো হয়। এছাড়া চোখে পরে হাতের কারুকাজ এবং ফুল দিয়ে তৈরি হাতের নকশা। কুঞ্জ মেলার উপলক্ষে রাতে মন্দিরে আয়োজন করা হয়েছে ‘কৃষ্ণলিলা’ পালা গান।

ভক্তরা জানান, রাধাকৃষ্ণের যুগল মিলন (কুঞ্জমেলা) সম্প্রীতির এক মিলন মেলা। এখানে হিন্দু, খ্রিস্টান ও মুসলিম অসাম্প্রদায়িকতার এক বহিঃপ্রকাশ। অসাম্প্রদায়িক মেলবন্ধনে উৎসবমুখর পরিবেশে মেলায় অংশগ্রহণ করে।

শতবর্ষ ও কুঞ্জমেলাকে কেন্দ্রে করে ব্যবসায়ী এবং আমজনতা নানা পণ্যের পসরা সাজিয়ে বসে। মিষ্টি, জিলাপি, তিলা-বাতাসা, নিমকিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য, কুটিরশিল্প, খেলনাসহ বিভিন্ন পণ্যের সমাহার ঘটে মেলায়। ছোটদের আনন্দদানের জন্য মেলায় থাকে নাগরদোলা। মেলা উপলক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মিলন মেলায় পরিণত হয় স্থানটি। মেলা বাঙালি জাতির ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এখানে দ্বিতীয় দিন বসে মাছের বিরাট মেলা। প্রতি ঘরে ঘরে মেলা থেকে কিনে নেওয়া হয় মাছ বাড়িতে আগত অতিথি আপ্যায়ন ও নিজেদের জন্য। তাছাড়া এই মেলাকে ঘিরে এলাকার জামাইদের মধ্যে চলে এক নীরব প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতাটি হচ্ছে কোন জামাই সবচেয়ে বড় মাছটি কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে পারেন। তাই কেউ কেউ জামাই মেলাও বলে থাকেন।

শতবর্ষ উদযাপনকে সামনে রেখে দ্বিতীয় দিনের আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ বিশেষ কনসার্ট।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
From Cumilla to Global Influence: The Contributions of Prof. M. Kabir Hassan in Islamic Finance and Development Economics
চাঁদপুরে মুমূর্ষু লঞ্চ যাত্রীকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান কোস্ট গার্ডের
নীরবতা ভেঙে নতুন পোস্ট দিলেন অপু বিশ্বাস
সাবেক সেনাপ্রধান হারুনের শেষ তিন ইচ্ছা পূরণ, দান করলেন দুচোখও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা