ফরিদপুরে অবৈধ অস্ত্র ও মাদকসহ দুজন গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ১২:১৬
অ- অ+

ফরিদপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে বিদেশী অস্ত্র, মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. জামাল পাশা এই তথ্য জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- শহরতলীর ভাজনডাঙ্গা এলাকায় খায়রুজ্জামান ওরফে রিজবী শেখ এবং কোমরপুর এলাকায় খোকন খান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় শহরতলীর ভাজনডাঙ্গা এলাকায় খায়রুজ্জামান ওরফে রিজবী শেখের বাড়িতে তল্লাশি করে বিদেশী ৭.৬৫ আগ্নেয়াস্ত্র (পিস্তল) ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় রিজবীকে গ্রেপ্তার করা হয়।

অপর ঘটনায় কোমরপুর এলাকায় খোকন খানের বাড়িতে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও নগদ ৫০ হাজার টাকা উদ্বার করা হয়। এই ঘটনায় খোকন খানকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, উভয় ঘটনায় কোতয়ালী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় ফরিদপুর ১নং আমলি আদালতে আসামিকে রিজবীকে তোলা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমাণ্ডের আবেদন করা হবে।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
সরকারবিরোধী মিছিলের চেষ্টা: শ্যামপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩ সদস্য গ্রেপ্তার
রুপগঞ্জে সমকামী সম্পর্কের জটিলতায় রুমমেটকে খুন, অতঃপর গ্রেপ্তার
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা