জিয়ার জন্মদিনে কেক কাটলেন ‘বহিষ্কৃত’ তৈমূর!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২২, ২২:৩৩
অ- অ+

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করার কারণে দলের চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারিয়েছেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। সবশেষ দল থেকে হয়েছেন বহিষ্কার। তবে ঘোষণা দিয়েছেন আজীবন বিএনপির সমর্থক হিসেবে থাকবেন। তাই বিএনপি বহিষ্কার করার একদিন পর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটেছেন সদ্য বহিষ্কৃত তৈমূর। নেতাকর্মীদের নিয়ে করেছেন দোয়া।

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে মজলুম মিলনায়তনে দোয়া মিলাদ ও কেক কাটেন তৈমূর আলম।

এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং ইভিএমের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব। জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমী নেতা, যার আদর্শ আমরা লালন করি, বুকে ধারণ করি। আমরা এখন গণতন্ত্র মুক্তির আন্দোলনে আছি, সে আন্দোলনে রাজপথে আমার ভূমিকা থাকবে আরও জোরালো।’

এসময় জেলা বিএনপি, মহানগর বিএনপি, জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ দলের বিভিন্ন পর্যায়ের তৃণমূলের নেতাকর্মীরা অংশ নেন।

এতে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা