জয়ী হতে আসেননি শাকিল খান, তবে কী জন্য? শুনুন তার মুখে

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২২, ১১:৪৯

একসমেয়র জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। তিনি এবারের শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী পদে লড়ছেন। শুক্রবার ভোট উপলক্ষে সকাল সকাল এফডিসিতে এসেছেন তিনি। এসেই পড়েন সাংবাদিকদের নানা প্রশ্নের ‍মুখে। এই নির্বাচন নিয়ে তার কী ভাবনা বা প্রত্যাশা?

শাকিল খান বলেন, ‘সবাই মিলে একসঙ্গে কাজ করুক, এটাই আমার প্রত্যাশা। অনেক দিন হল ফ্লিল্ম ছেড়েছি। নব্বই দশকের দিকে আমরা যারা কাজ করেছি সবাই চায়, ইয়াং জেনারেশনে যারাই আসুক বা পুরাতন যারা কাজ করছেন, তারা যেন সুন্দর পরিবেশে কাজ করতে পারেন এটাই চাওয়া। এখানে রাজনীতি বা মারামারি নেই। আমরা চাই, প্রতিটি শিল্পী যেন সুন্দর ভাবে কাজ করে ঘরে ফিরতে পারে।’

এতদিন পর আপনি কেন নির্বাচনে এলেন? এই প্রশ্নের জবাবে নায়ক বলেন, ‘সত্যিকার অর্থে এবার শিল্পী সমিতির নির্বাচন করার ইচ্ছা ছিল না। কাঞ্চন ভাই যখন আমাকে বললেন, শাকিল আমরা একটা সুন্দর প্যানেল করেছি। তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। পরে তার কথাতেই আমি নির্বাচনে এসেছি।’

দীর্ঘ একটা সময় আপনি অভিনয় থেকে দূরে। এখন কি আপনাকে শিল্পীরা ভোট দেবে? শাকিল খান বলেন, ‘আমি জয়ী হওয়ার জন্য নির্বাচনে আসিনি। এসেছি সবার সমন্বয়ে যেন সুন্দর একটি নির্বাচন হয়। এখানে কোটি কোটি টাকার খেলা নেই।’

তিনি বলেন, ‘কেউ যদি এই শিল্পী সমিতির সভাপতি বা সহসভাপতি হন, তাহলে লাভের কিছু নেই। এখানে শিল্পীদের একজন গার্ডিয়ান দরকার, যে লোকটি শিল্পীদের টেককেয়ার করতে পারবে। আমি সেই টিমে থাকতে পারলে, শিল্পীদের যদি কোনো কাজে আসতে পারি, ভালো লাগবে।’

ঢাকাটাইমস/২৮জানুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :