রূপগঞ্জে ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে আল্টিমেটাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের নব-গঠিত কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে উপজেলার ভোলাবো ইউনিয়নের আতলাপুর বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলাব ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল, যুগ্ন-সাধারণ সম্পাদক সালাউদিন গাজী, সাংগঠনিক সম্পাদক সুমন, ছাত্রলীগ নেতা বাকির মোল্লা, মো. শহিদ, রাসেল, ইয়াহিয়া, সাব্বির, শুভ, ইকবাল, শাহাদাত প্রমুখ।
এসময় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ত্যাগী ও আওয়ামী পরিবারের নেতাকর্মীদের নিয়ে কমিটি পুনর্গঠন করা না হলে ভোলাবো ইউনিয়নের সক্রিয় ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে গণপদত্যাগ, আমরণ গণঅনশন করা হবে।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এলএ)

মন্তব্য করুন