নারায়ণগঞ্জের মেয়র আইভীর শপথ ৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৮| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৯
অ- অ+
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে টানা তৃতীয়বার জয় পাওয়া ডা. সেলিনা হায়াৎ আইভী আগামী ৯ ফেব্রুয়ারি (বুধবার) শপথ গ্রহণ করবেন। ওই দিন সকাল দশটায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি তাকে শপথবাক্য পাঠ করাবেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী।

বুধবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

একই দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নয়জন নারী কাউন্সিলরও শপথ নেবেন।

গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে এক লাখ ৫৯ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম খন্দকার পান ৯২ হাজার ৫৬২ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৬৬ হাজার ৫৩৫।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মী গ্রেপ্তার না করার আহ্বান বিএনপির
জামায়াতের সমবেশ উপলক্ষে বরাদ্দকৃত ট্রেন পরিচালনায় নিয়ম ভঙ্গ হয়নি : রেলপথ মন্ত্রণালয়
নারায়ণগঞ্জকে আর কোনো গডফাদারের কাছে বর্গা দিতে চাই না: নাহিদ
চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সেলিম প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা