কাঁধে ছিল পরিবারের বোঝা-করেননি বিয়ে, কত সম্পদ রেখে গেলেন লতা?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৮| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৭
অ- অ+

রবিবার সকালে না ফেরার দেশে চলে গেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর। তার জন্ম হয়েছিল ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে। মাত্র ১৩ বছর বয়স থেকে উপার্জন শুরু। মারাঠি সিনেমায় অভিনয় ও গান করেন। সে বছরই বাবাকে হারান।

তারপর থেকে পরিবারের ভরণ-পোষণের সমস্ত দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি বড়। ছোট তিন বোন হলেন উষা, মীনা আর আশা। আর ভাই হৃদয়নাথ। ভাইবোনদের লালনপালন করতে গিয়ে কখনো বিয়ের চিন্তা মাথায় আনেননি এই গায়িকা।

লতার প্রথম উপার্জন ছিল ২৫ টাকা। বর্তমানে তিনি প্রায় ৩৭০ কোটির মালিক। সঙ্গে রয়েছে কিছু শৌখিন গাড়িও। গানের রয়্যালিটি থেকে মাসে ৪০ লাখ টাকা আয় করতেন সুরসম্রাজ্ঞী। বছরে পেতেন প্রায় ৬ কোটি টাকা।

দক্ষিণ মুম্বাইয়ের পশ এলাকার পেডার রোডে অবস্থিত প্রভাকুঞ্জ ভবনে থাকতেন লতা মঙ্গেশকর। তার স্বজনরা বলে থাকেন, কোটিপতি হয়েও লতা ছিলেন মাটির মানুষ। বড় বোনের মতো, মায়ের মতো কাছে টেনে নিতে পারতেন সবাইকে।

শৌখিন গাড়ি কেনার শখ ছিল লতার। তাঁর বাড়ি ‘প্রভুকুঞ্জে’র গ্যারাজে ছিল একসময় অনেক দামি দামি গাড়ি। বহু সাক্ষাৎকারে গাড়ির প্রতি নিজের ভালোবাসাও ব্যক্ত করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে কিনেছিলেন একটি শেভরলে। বিখ্যাত প্রযোজক যশ চোপড়া তাঁকে উপহার দিয়েছিলেন একটি মার্সেডিজ। তার একটি ক্রিসলার গাড়িও ছিল।

কিংবদন্তি সেই গায়িকাকে রবিবার ‘মুঝে ভুলা না পাওগে’ গানের মধ্য দিয়ে চোখের জলে শেষ বিদায় জানানো হলো মুম্বাইয়ে। মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজন করা হয়েছিল শেষকৃত্যের। রাষ্ট্রীয় সম্মান দিয়ে জানানো হয় শেষ বিদায়।

ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা