ফুলের তৈরি দেশের মানচিত্র পদদলিত, নেই ভ্রুক্ষেপ!

কৌশিক রায়, ঢাকাটাইমস
| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৫ | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। সেখানে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তবে উপচেপড়া এই মানুষের ভিড়ে ফুল দিয়ে আঁকা দেশের মানচিত্র পদদলিত হচ্ছে। সে দিকে ভ্রুক্ষেপ নেই কারো।

সরেজমিনে দেখা গেছে, শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের বেদিতে নানা ধরনের ফুলের আল্পনা দিয়ে প্রস্তুত করা হয়েছে বেদি। সেখানে আঁকা হয়েছে রক্তের বিনিময়ে অর্জিত দেশের মানচিত্রও। কিন্তু এর উপরে কেউ দাঁড়িয়ে আবার কেউ বসে নানা ভঙ্গিতে তুলছেন ছবি। কেউ কেউ আবার পায়ের তলে মারিয়ে হেঁটে চলেছেন মানচিত্রের উপর দিয়ে।

মানচিত্র অবমাননার বিষয়ে স্বেচ্ছাসেবক সংগঠন বিএনসিসির দায়িত্বরতদের সঙ্গে কথা বললে তারা বলেন, আমরা এত মানুষ ঠেকাতে হিমশিম খাচ্ছি। মানুষকে বারবার বেদি থেকে নেমে যেতে বলছি, কিন্তু কেউ শুনছে না। একদিক থেকে মানুষ নামিয়ে দিলে অন্যদিক দিয়ে আবার উঠে পড়ছে। নিষেধ করলেও অনেকে মানছেন না। আবার অনেকে বলেন, দূর থেকে এসেছি, একটা ছবি তুলব। এমন নানা অজুহাত দেয়। কতজনকে নিষেধ করব?’

এদিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা জনস্রোত সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সহযোগিতা করছেন বিএনসিসির বিভিন্ন উইং, স্কাউট ও রেঞ্জারসের স্বেচ্ছাসেবীরা। এরপরও বেদিতে উঠতে মরিয়া চেষ্টা অব্যাহত রেখেছে সাধারণ মানুষ।

রাজধানীর বি‌ভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ মিনারে। পর্যায়ক্রমে এক দলের প‌র অন্য দল এসে পুষ্পাঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানা‌চ্ছে। বড়দের হাত ধরে অনেক শিশুও এসেছে ফুল হাতে নিয়ে। তবে করোনাভাইরাসের প্রকোপ রোধে আগে থেকে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল তা থোড়াই কেয়ার করা হচ্ছে সেখানে।

(ঢাকাটাইমস/২১‌ফেব্রুয়া‌রি/কেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ডিবিতে কাঁদলেন আনোয়ারুল আজীমের মেয়ে, চাইলেন বাবা হত্যার বিচার

এমপি আনার হত্যার কারণ জানতে তদন্ত চলছে: ডিবিপ্রধান

ডিবি কার্যালয়ে নিহত এমপি আনারের মেয়ে ডরিন

কলকাতায় খুন হয়েছেন এমপি আনার, তিনজন বাংলাদেশে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যার পর কয়েক খণ্ড করা হয় সংসদ সদস্য আজীমের দেহ

‘এমপি আনারের মৃত্যু নিয়ে ভারত থেকে এখনো কিছু জানানো হয়নি’

যে ফ্ল্যাটে মারা গেলেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম, সেটি কার?

সংসদ সদস্য আজীমের মৃত্যুর বিষয়ে নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মৃত্যু ঘিরে যেসব রহস্য

পশ্চিমবঙ্গে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহ উদ্ধার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :