ফুলের তৈরি দেশের মানচিত্র পদদলিত, নেই ভ্রুক্ষেপ!

কৌশিক রায়, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৫
অ- অ+

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। সেখানে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তবে উপচেপড়া এই মানুষের ভিড়ে ফুল দিয়ে আঁকা দেশের মানচিত্র পদদলিত হচ্ছে। সে দিকে ভ্রুক্ষেপ নেই কারো।

সরেজমিনে দেখা গেছে, শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের বেদিতে নানা ধরনের ফুলের আল্পনা দিয়ে প্রস্তুত করা হয়েছে বেদি। সেখানে আঁকা হয়েছে রক্তের বিনিময়ে অর্জিত দেশের মানচিত্রও। কিন্তু এর উপরে কেউ দাঁড়িয়ে আবার কেউ বসে নানা ভঙ্গিতে তুলছেন ছবি। কেউ কেউ আবার পায়ের তলে মারিয়ে হেঁটে চলেছেন মানচিত্রের উপর দিয়ে।

মানচিত্র অবমাননার বিষয়ে স্বেচ্ছাসেবক সংগঠন বিএনসিসির দায়িত্বরতদের সঙ্গে কথা বললে তারা বলেন, আমরা এত মানুষ ঠেকাতে হিমশিম খাচ্ছি। মানুষকে বারবার বেদি থেকে নেমে যেতে বলছি, কিন্তু কেউ শুনছে না। একদিক থেকে মানুষ নামিয়ে দিলে অন্যদিক দিয়ে আবার উঠে পড়ছে। নিষেধ করলেও অনেকে মানছেন না। আবার অনেকে বলেন, দূর থেকে এসেছি, একটা ছবি তুলব। এমন নানা অজুহাত দেয়। কতজনকে নিষেধ করব?’

এদিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা জনস্রোত সামলাতে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সহযোগিতা করছেন বিএনসিসির বিভিন্ন উইং, স্কাউট ও রেঞ্জারসের স্বেচ্ছাসেবীরা। এরপরও বেদিতে উঠতে মরিয়া চেষ্টা অব্যাহত রেখেছে সাধারণ মানুষ।

রাজধানীর বি‌ভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ মিনারে। পর্যায়ক্রমে এক দলের প‌র অন্য দল এসে পুষ্পাঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানা‌চ্ছে। বড়দের হাত ধরে অনেক শিশুও এসেছে ফুল হাতে নিয়ে। তবে করোনাভাইরাসের প্রকোপ রোধে আগে থেকে যে বিধিনিষেধ জারি করা হয়েছিল তা থোড়াই কেয়ার করা হচ্ছে সেখানে।

(ঢাকাটাইমস/২১‌ফেব্রুয়া‌রি/কেআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা