নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ১৬ বছর পর গ্রেপ্তার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩২
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর আবুল কাশেম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে কুমিল্লার লাঙ্গলকোট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত জসিম কুমিল্লার নাঙ্গলকোটের ভোলাইন এলাকার আমিনুল হকের ছেলে।

সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ২০০৪ সালের ২৮ মার্চ সকালের দিকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আবুল কাশেম, আবুল বাশারসহ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথে জালকুড়িস্থ সীমা ডাইং মিলের কাছে পৌঁছালে আসামি হুমায়ুন, জসিম ও অর্জুন মোটরসাইকেলে তাদের বেবি ট্যাক্সি গতিরোধ করে গুলি বর্ষণ করতে থাকে। একপর্যায়ে আসামি হুমায়ুন ও জসিম আবুল কাশেমের মাথায় দুটি গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সে সময় আবুল বাশার গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০০৪ সালের ২৯ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা হয়। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে এসআই মো. জাহির হোসেন, মো. হুমায়ুন ও মো. জসিমসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে আদালত ২০০৬ সালের ২১ মে আসামি জসিমকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিতসহ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে অর্থদণ্ডে দণ্ডিত করেন। আসামি নিজেকে লুকিয়ে রাখার জন্য দীর্ঘদিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় নাম পরিচয় গোপন করে পলাতক ছিল।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

ফাঁসির আদেশপ্রাপ্ত অপর আসামি হুমায়ুন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং মোহন ও মনির বর্তমানে জেল হাজতে রয়েছেন।

(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা