বইমেলায় সোয়েব আল হাসানের উপন্যাস 'বুকের ভেতর বিষাদপুর'

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৫ মার্চ ২০২২, ১৭:৪২

এবারের বইমেলায় এসেছে তরুণ লেখক সোয়েব আল হাসানের তৃতীয় বই 'বুকের ভেতর বিষাদপুর'। যেটি একটি সমকালীন উপন্যাস। উপন্যাসটি লেখা হয়েছে একটি সত্য ঘটনার প্রেক্ষাপট নিয়ে। বইটি পাওয়া যাচ্ছে তাম্রলিপি স্টলে।

একজন বোহেমিয়ান তরুণের যাপিত জীবন নিয়ে নানা নাটকীয়তায় গল্প এগোতে থাকে, ঘুরপাক খেতে থাকে। পাঠক যে কখন গল্পের সঙ্গে একেবারে মিশে একাকার হয়ে যাবেন নিজেই বুঝতে পারবেন না। কিন্তু সেই ঘোর নিয়ে যাবে কোন এক বিষাদের দ্বারপ্রান্তে।

ইতোমধ্যেই বইটি পাঠকপ্রিয়তা পেয়েছে। বইয়ের প্রথম মুদ্রণ শেষ হয়ে এখন দ্বিতীয় মুদ্রণ এসেছে মেলায়।

'বুকের ভেতর বিষাদপুর' উপন্যাসটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে তাম্রলিপি স্টলে। বইটির মূল্য ধরা হয়েছে ৩২০ টাকা। প্রচ্ছদ করেছেন- এইচ এম খালিদ।

সোয়েব আল হাসানের আগের দুটি বই ‘এক কাপ অভিমানী চা’ ও ‘মেঘমানবী’ও যথেষ্ট পাঠকপ্রিয়।

(ঢাকাটাইমস/৫মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :