বাগেরহাটে ভোজ্যতেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০২২, ১৮:৩৪

বাগেরহাটে ভোজ্যতেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে বাগেরহাট শহরের প্রধান বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ দোকানি তাদের দোকান বন্ধ করে কৌশলে সটকে পড়েন।

বাগেরহাট প্রধান বাজারের মেইন রোড়ের মেসার্স পল্টু সাধু স্টোরের মালিক শ্রীদাম সাধুকে এক লাখ টাকা এবং একই সড়কের জয় মা স্টোরের মালিক শংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী হাকিম মোহাম্মদ মোজাহেরুল হক সাংবাদিকদের বলেন, বাগেরহাট প্রধান বাজারের কিছু অসৎ ব্যবসায়ী ভোজ্যতেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এই অভিযোগে বাজার পরিদর্শনে যাই। বাজারের দুই ব্যবসায়ী শ্রীদাম সাধু ও শংকর পালের গোডাউনে গিয়ে তল্লাশি করে চার হাজার লিটার বোতলজাত ভোজ্যতেল পাই। তারা অধিক লাভের আশায় বিপুল পরিমাণ তেল মজুদ করে বাজারে সংকট সৃষ্টি করে রেখেছেন বলে অভিযোগ ছিল। তারা মূল্য তালিকা না টাঙিয়ে বেশি দামে ক্রেতাদের কাছে বিক্রি করে মুনাফা করছিলেন বলে ভ্রাম্যমাণ আদালতের কাছে স্বীকার করেছেন। তাই তাদের এই জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে যদি বাজারের ব্যবসায়ীরা ক্রেতা সাধারণকে ঠকানোর চেষ্টা করেন, তাহলে কঠোর শাস্তি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

বাগেরহাট বাজার করতে আসা ক্রেতারা অভিযোগ করেন, দুপুরে হঠাৎ ভ্রাম্যমাণ আদালত বাজারে আসার খবরে ছোট বড় দোকানিরা মুহূর্তের মধ্যে দোকান বন্ধ করতে শুরু করে। এই বাজারের অধিকাংশ ব্যবসায়ী সুযোগ সন্ধানী। বেশি লাভের আশায় তারা সিন্ডিকেট করে তেল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন নিত্যপণ্য মজুদ করে। এতে সাধারণ ক্রেতাদের চাড়াদামে নিত্যপণ্য কিনতে হিমশিম খেতে হয়। প্রশাসনের নজরদারি আরও বেশি বেশি হওয়া উচিত বলে মনে করেন ওই ত্রেতারা।

(ঢাকাটাইমস/৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

এই বিভাগের সব খবর

শিরোনাম :