একশ বছর পরও জাতি সাহাবুদ্দীন আহমদকে মনে রাখবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, যারা বিচার অঙ্গনে চলাফেরা করেন তারা জানেন বিচারপতি সাহাবুদ্দীন আহমদের অবদান সম্পর্কে। তিনি বেচে থাকবেন তার রায়ের মাধ্যমে। তার অষ্টম সংশোধনীসহ অনেকগুলো ঐতিহাসিক রায় রয়েছে। এখন থেকে ৫০-১০০ বছর পরও পুরো জাতি বিশেষ করে বিচার অঙ্গনের সবাই সারা জীবন তাকে মনে রাখবেন। বিচার প্রার্থীরা তার রায়ের সুফল পাবেন।
রবিবার সুপ্রিম কোর্টে সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজার আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন হাসান ফয়েজ সিদ্দিকী। জাতীয় ঈদগাহ মাঠের জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ।
প্রধান বিচারপতি বলেন, বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ছিলেন বিচার অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। আমাদের স্বর্ণযুগের যে কয়জন বিচারপতিকে আমরা পেয়েছি তার মধ্যে সাহাবুদ্দীন আহমদ তাদের মধ্যে একজন। আমাদের ছেড়ে চলে গেছেন বিচারপতি মোস্তফা কামাল, বিচারপতি এম এইচ রহমান, বিচারপতি বদরুল হায়দার চৌধুরী। আজকে আমরা বিদায় জানাচ্ছি বিচারপতি সাহাবুদ্দীন আহমদকে। বিচার অঙ্গনে পদচারণাকারী সবার জন্য আজকে শোকের দিন।
দ্বিতীয় জানাজা শেষে সাহাবুদ্দীন আহমদের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
এর আগে সাবেক এই রাষ্ট্রপতির প্রথম জানাজা শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেমইতে অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহাবুদ্দীন আহমদ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(ঢাকাটাইমস/২০মার্চ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

বৃষ্টির লক্ষণ নেই আপাতত, গরম থাকবে আরও কদিন

বন্ধ হলো পায়রা, বাড়লো ভোগান্তি

এক যুগে সর্বোচ্চ মূল্যস্ফীতি

এখানে কোনো ডিসকাউন্ট নেই: ইসি আলমগীর

ডিজিটাল নিরাপত্তা আইনে সাত হাজার মামলা: আইনমন্ত্রী

বিদেশি রাষ্ট্রদূতরা সীমা অতিক্রম করলে ব্যবস্থা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পিবজার নতুন কমিটির শ্রদ্ধা

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চার দফা দাবি বাস্তবায়ন চান ডিপ্লোমা প্রকৌশলীরা

পরিবেশ বিপর্যয় ঠেকাতে জাতীয় কমিশন করা প্রয়োজন
