মানিকগঞ্জে ধান ক্ষেতের পাশে পড়ে ছিল ইউপি সদস্যের মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২২, ১১:৫০| আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৩:১৬
অ- অ+

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার বরাইদ ইউনিয়ন পরিষদের ফরহাদ হোসেন (৫০) নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফরহাদ হোসেন উপজেলার বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাতিলাপাড়া গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। তিনি সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকালে থেকেই ফরহাদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে তার সন্ধান চেয়ে মাইকিং করা হয়। সকালে তার নিজ বাড়ির পাশেরই একটি ধান ক্ষেতের পাশে স্থানীয়রা তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, নিহতের মুখ ও পায়ে আঘাতের চিহ্ন রয়েচে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ
‘ওয়েট মার্কেট কালেকশন’ সেবা চালু করেছে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং
ঢাবির শিক্ষার্থী সাম্য হত্যা: গ্রেপ্তার ৩ জন কারাগারে
ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা