পিআইবিতে ডিআরইউর সদস্যদের মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি)। গত ২২ মার্চ থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে ডিআরইউর ৩৫ জন সদস্য অংশ নেন।
বৃহস্পতিবার ছিল প্রশিক্ষণের সমাপনী দিন। রাজধানীর সার্কিট হাউজ রোডের পিআইবিতে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।
এতে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি এম শফিকুল করিম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।
প্রশিক্ষণের সমন্বয়ক হিসেবে ছিলেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের সহকারী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান, এসএসএম কমিউনিকেশনের ক্রিয়েটিভ ডিরেক্টর ও চীফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন, সাংবাদিক সাব্বির আহমেদ।
তিনদিনের এই কর্মসূচিতে সাংবাদিকদের তথ্য প্রযুক্তির উৎকর্ষতার যুগে মোবাইল সাংবাদিকতা করার নানা দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
(ঢাকাটাইমস/২৪মার্চ/বিইউ)
সংবাদটি শেয়ার করুন
গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত
গণমাধ্যম এর সর্বশেষ

গণমানুষের সংবাদপত্র গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

ডিআরইউ লাইব্রেরিতে তিন শতাধিক বই উপহার প্রয়াত আইনজীবী কল্লোলের পরিবারের

সুপ্রিম কোর্টে সাংবাদিকদের পেটানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

সুপ্রিম কোর্টে লাঠিপেটায় ১০ সাংবাদিক আহত, লিখিত অভিযোগ চেয়েছেন প্রধান বিচারপতি

সাংবাদিক এবিএম মূসার স্ত্রী সেতারা মূসার মৃত্যু

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন গোলাম কিবরিয়া

৬৪ বছরের রাজনৈতিক জীবনে সাংবাদিকদের অনেক সহযোগিতা পেয়েছি: রাষ্ট্রপতি

জবিতে সাংবাদিক হেনস্তা, ছাত্রলীগের ইতিবাচক সংবাদ বয়কটের ডাক

দিনকাল বন্ধে বিশিষ্টজনের উদ্বেগ, প্রকাশনা ফিরিয়ে দেওয়ার দাবি
