আখাউড়ায় লাগেজ পার্টির ৭ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২২, ১৬:৩৭| আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৭:০০
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টে লাগেজ পার্টির প্রায় ৭ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ করেছেন আখাউড়া কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার বিকালে ভারতের ত্রিপুরার আগরতলা-আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে হয়ে আসা বাংলাদেশি পাসপোর্টধারী ৪ নাগরিকের কাছ থেকে বিভিন্ন প্রকার ১৪৭০ পিস কাপড় জব্দ করা হয়। ওই নাগরিকরা হলেন, চট্টগ্রামের সাদ্দাম হোসেন, শওকত ওসনান, খোরশেদুল আলম ও মোহাম্মদ ইমতিয়াজ। কাপড়গুলো চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

কাস্টমস সূত্রে জানা যায়, বিকালে ৪ যুবক ১২টি বড় বড় ব্যাগ নিয়ে ইমিগ্রেশনে প্রবেশ করে। ইমিগ্রেশন শেষ করেও তারা কাস্টম্স এ না এসে শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে বিকল্প পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। গোপন সংবাদে জানতে পেরে কাস্টমস গোয়েন্দা নজর দারি করে তাদেরকে কাস্টম্স নিয়ে আসে। পরে তাদের সঙ্গে থাকা ১২ টি ব্যাগে বিভিন্ন ধরনের ১৪৭০ পিস কাপর পাওয়া যায়। এগুলার মধ্যে থ্রি-পিস, পাঞ্জাবী, টি-শার্ট, ওরনা, জিন্স প্যান্ট, শাড়ি, শার্ট, পায়জামা ইত্যাদি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ৭ লাখ টাকা হবে।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, বাংলাদেশের কিছু ব্যবসায়ী ও স্থলবন্দরের ১০/১৫ জনের একটি চক্র দীর্ঘ দিন ধরে আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারত থেকে লাখ লাখ টাকার কাপড় বাংলাদেশে নিয়ে আসছে। ভারতীয় কিছু নাগরিকও লাভজনক হওয়ায় এ পেশায় জড়িয়ে পড়ছে। আখাউড়া স্থলবন্দর দিয়ে কাপড় আমদানির সরকারি আদেশ না থাকায় ওই চক্রটি বেশিরভাগ সময়ই টেক্স ফাঁকি দিয়ে এসব কাপড় নিয়ে আসে। মাঝে মাঝে কাস্টমসে ধরা পড়লে প্রভাব খাটিয়ে কর্মকর্তাদের ম্যানেজ করে টেক্স কমিয়ে কাপড় ছাড়িয়ে নিয়ে যায়। এভাবে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে ভারতীয় কাপড় আসায় বাংলাদেশি কাপড়ের বাজারেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া কাস্টমস স্থল শুল্ক রাজস্ব কর্মকর্তা নোমান সিদ্দিকী বলেন, পণ্যগুলো অবৈধ না হওয়ায় আপাতত এগুলো জব্দ তালিকা করে রাখা হয়েছে। পণ্যগুলোর টেক্স পরিশোধের মাধ্যমে মালিকরা ছাড়িয়ে নিয়ে যেতে পারবেন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এই পণ্যগুলো থেকে সাড়ে ৩ লাখ টাকা রাজস্ব আদায় করতে পারব। কাপড়ের মালিকরা যদি রাজস্ব পরিশোধ করে তাহলে কাপড়গুলো ফেরত দেওয়া হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সমপরিমাণ রাজস্ব পরিশোধ করতে না পারে তাহলে এগুলো পুরোপুরি জব্দ করে দেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদাবাজির টাকায় ইয়ামাহা মোটরসাইকেল কিনেছিলেন অপু, জব্দ করল পুলিশ 
রবিবার ঢাকায় তিন বড় সমাবেশ, বিকল্প রুট ব্যবহারের অনুরোধ ডিএমপির
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫
সিদ্ধেশ্বরীতে চলন্ত প্রাইভেটকার থেকে নারীর ব্যাগ ছিনতাই, ধরা পড়ল মূল হোতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা