গাফফার চৌধুরীর ছোট মেয়ে বিনীতা আর নেই

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২২, ২০:১০
অ- অ+

প্রতিথযশা সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরীর ছোট মেয়ে বিনীতা চৌধুরী মারা গেছেন। বুধবার স্থানীয় সময় বিকাল ৪টায় লন্ডনের ইউসিএল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪৯ বছর।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল খান গণমাধ্যমকে জানান, বিনীতা চৌধুরী বেশ কয়েক মাস ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি একজন সিনিয়র ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করতেন।

এদিকে আব্দুল গাফফার চৌধুরী নিজেও কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া কিডনিজনিত রোগে ভুগছেন। মেয়ে বিনীতা চৌধুরী তার সঙ্গেই থাকতেন।

গাফফার চৌধুরীর ৪ মেয়ে ও এক ছেলের মধ্যে বিনীতা সবার ছোট ছিলেন।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা