চোট পেয়ে হাসপাতালে মিরাজ, স্বাভাবিক মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২২, ১৬:৪৪
অ- অ+

চলছে ডিপিএলের সুপার লিগপর্বের খেলা। চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে নামেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ। দুর্ভাগ্যবশত এই দুই ক্রিকেটারই চোট পেয়েছেন। মুশফিকের অবস্থা স্থিতিশীল হলেও মিরাজকে হাসপাতালে যেতে হয়েছে।

রবিবার বিকেএসপিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলতে নামে প্রাইম ব্যাংক। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি শেখ জামালের ব্যাটাররা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ২৩২ রানে থামে শেখ জামাল ইনিংস।

রান তাড়া করতে নেমে পারভেজ রসুলের করা ইনিংসের ১১তম ওভারে ডিপ স্কয়ার লেগে বল পাঠান প্রাইম ব্যাংকের ওপেনার এনামুল হক বিজয়। সেখান থেকে বল ফেরত পাঠানোর পর পায়ের গোড়ালিতে ব্যথা পান মুশফিক। ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গেই মাটিয়ে পড়ে যান এ অভিজ্ঞ ক্রিকেটার। মাঠের বাইরেই চলে তাঁর চিকিৎসা। পরবর্তীতে দেখা যায় মাটিতে ঠিকমতো পা-ও ফেলতে পারছেন না তিনি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন মুশফিক।

এই ঘটনার ছয় ওভার পর মৃত্যুঞ্জয় চৌধুরীর করা বলে তামিম ইকবালের ক্যাচ ধরতে গিয়ে ডান হাতেই কনুই আঙুল ফেটে যায় মিরাজের। ক্যাচ মিসের পর দেখা যায় হাত ধরে ব্যথায় কাতরাচ্ছেন মিরাজ। সঙ্গে সঙ্গেই মাটিতে নুয়ে পড়েন তিনি। চোট যে বেশ গুরুতর তা তো চোখ-মুখের চাহনি দেখলেই বোঝা গিয়েছিল। জানা যায় চোট এতটাই গুরুত্বর ছিল পরবর্তীতে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে।

এরপর হাতে ব্যান্ডেজ করে তাকে পাশবর্তী শেখ ফজিলতুননেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে করানো হবে মিরাজের।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা