দর্শনা সীমান্তে নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২২, ২১:১৪
অ- অ+

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে নিখোঁজের একদিন পর সাইদুর রহমান ঝলক (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রাম সংলগ্ন ভারতের অভ্যন্তরে মাথাভাঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইদুর রহমান ঝলক দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার বিকালে জয়নগর গ্রাম সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন সাইদুর রহমান ঝলক। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় রবিবার সকালে দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার চাচা আনোয়ার হোসেন। পরে সকালে আবারও শুরু হয় খোঁজাখুঁজি। তার মরদেহ না পেয়ে খবর দেয়া হয় খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে। বিকালে দর্শনায় পৌঁছায় ডুবুরি দল। আড়াই ঘণ্টা চেষ্টার পর ভারতের অভ্যন্তরে মাথাভাঙা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
ভানভীরের ফাইফারে শ্বাসরুদ্ধকর জয় পেল টাইগাররা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা