সু চির বিরুদ্ধে দুর্নীতির মামলার রায় আজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১২:২০ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২২, ১১:৫৭

মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেত্রী ও নোবেল বিজয়ী অং সান সু চির বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলার মধ্যে প্রথম একটির রায় দিতে যাচ্ছে দেশটির জান্তা সরকার। আজ (সোমবার) এই মামলার রায় দেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই মামলার রায়ে সু চির ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। আর সব দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলে তার সাজার মেয়াদ দেড়শ বছর ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে দুটি মামলায় সু চির ৬ বছরের সাজা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার যে দুর্নীতি মামলার রায় হচ্ছে, তাতে বিচারক সু চির বিরুদ্ধে মোট ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ হিসেবে নেওয়ার অভিযোগ সম্বন্ধে রায়ে সিদ্ধান্ত জানাবেন।

সু চির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি দেশটির সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে অর্থ ও সোনা ঘুষ নিয়েছিলেন।

এক সময় ফিও মিন থেইনকে সু চির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো। গত বছরের অক্টোবরে দেওয়া সাক্ষ্যে তিনি সু চিকে ঘোষ দেওয়ার কথা স্বীকার করেছিলেন। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন সু চি।

গত বছরের সেনা অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। পরে তার বিরুদ্ধে উসকানি, ঘোষ নেওয়া থেকে শুরু করে নির্বাচনী ও রাষ্ট্রীয় গোপনীয় আইন লঙ্ঘনসহ একাধিক অভিযোগ আনা হয়।

আন্তর্জাতিক সম্প্রদায় সু চির বিরুদ্ধে দুর্নীতির বিচারকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিলেও যথাযথ প্রক্রিয়া মেনেই সু চির বিচার হচ্ছে বলে দাবি দেশটির জান্তা সরকারের।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

ভারতে লোকসভার ভোট শুরু

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :