সুনামগঞ্জে জোড়া খুন: আরও এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৮ মে ২০২২, ২১:০৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইউনিয়নে নির্বাচন কেন্দ্রিক পূর্ববিরোধের জের ধরে রসুলপুর গ্রামে জোড়া হত্যা মামলায় কাঞ্চন মিয়া নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৯।

তিনি উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের রাশিদ মিয়ার ছেলে ও সংঘর্ষে নিহত ফরিদ মিয়া হত্যা মামলায় এজহার ভুক্ত ৭নং আসামি।

র‌্যাব শনিবার সকালে আটকের পর রাতে থানায় সোপর্দ করলে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান, জোড়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিপ্লব কুমার শাহা।

তিনি আরও জানান, এর পূর্বে একেই মামলায় রাতেই পুলিশ এজহারভুক্ত আসামি নাসির মিয়া (৫৫), আবদুল মন্নাফ (৩৮), আমির হোসেন (৩০), ইসমাইল (৫৫), দুলাল(২২)-কে পুলিশ আটক করে আদালতে পাঠালে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

গত ২ এপ্রিল বিকালে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে পুরুষশূন্য গ্রামটি।

(ঢাকাটাইমস/৮মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :