নতুন তিন অনুষদের অনুমোদন পেল বুয়েট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২২, ১৮:০৩
অ- অ+

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নতুন তিনটি অনুষদের অনুমোদন দিয়েছে। অনুমোদন পাওয়া অনুষদগুলো হলো- ফ্যাকাল্টি অব পোস্ট গ্রাজুয়েশন স্টাডিজ, ফ্যাকাল্টি অব কেমিক্যাল অ্যান্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং ও ফ্যাকাল্টি অব সায়েন্স।

রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামে আরেকটি নতুন ইনস্টিটিউটের অনুমোদনও দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মে) বিকালে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার গণমাধ্যমকে এ বিষয় নিশ্চিত করেন।

তিনি বলেন, নতুন তিনটি অনুষদের অনুমোদন দিয়ে ইউজিসি গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে। বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আরও কিছু অনুষদ ও বিষয় চালুর চিন্তাভাবনা করা হচ্ছে।

এছাড়া বুয়েটে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়টি অন্তর্ভুক্তির পরিকল্পনার কথাও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩মে/ওএফ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জুনে ডিএমপির শ্রেষ্ঠ এসি মেহেদী হাসান, ওসি ইফতেখার
১৫ লাখ সরকারি চাকরিজীবী পাবেন উচ্চতর গ্রেড, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিবন্ধন চাওয়া ১৪৪ দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে টেকেনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা