পঞ্চম দিনের খেলায় ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মে ২০২২, ১০:০৪

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে ৬৮ রানের লিড নেয়ার পর শেষ বিকেলে মাত্র ৩৯ রানের লঙ্কানদের দুই উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা। তাতেই জয়ের স্বপ্ন দেখেন টাইগাররা। পঞ্চম দিনের খেলায় আজ আবারও ফিল্ডিংয়ে নেমেছে দল।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে লঙ্কানরা ব্যাট করতে নেমে ৩৯৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং মাহমুদুল হাসান জয় ও লিটন দাসের অর্ধশতকের সুবাদে ৯ উইকেটে ৪৬৫ রান তুলে দিনশেষ করে টাইগাররা। এখন ব্যাট করছে শ্রীলঙ্কা।

সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে। লঙ্কানদের জয়ের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। কেননা লিড পরিশোধ করে টার্গেট দিয়ে আবার বাংলাদেশকে অলআউট করাটা প্রায় অসম্ভব। অন্যদিকে জয়ের কিছুটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। লঙ্কানদের দ্রুত অলআউট করতে পারলে অল্প টার্গেট পাবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৯মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :