বিশ্বের ৩০ দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স, শনাক্ত ৫৫০ এর বেশি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২২, ২১:৩২| আপডেট : ০৩ জুন ২০২২, ২১:৩৪
অ- অ+

করোনা মহামারির রেশ কাটতে না কাটতেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ালো বিরল মাঙ্কিপক্স ভাইরাস। পশ্চিমা ধনী দেশগুলোতে এর সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে এ নিয়ে গবেষণাও জোরদার করছে দেশগুলো। নিম্ন আয়ের দেশগুলোও যেন এই গবেষণার সুফল পায় সেই আহ্বানও জানিয়েছেন গবেষকেরা।

এর মধ্যে মে মাসের শুরু থেকে আফ্রিকার বাইরে প্রায় ৩০টি দেশে মাঙ্কিপক্সের ৫৫০ টিরও বেশি রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্তদের বেশিরভাগ ইউরোপেই ছিল, তারা আফ্রিকাতে ভ্রমণও করেনি। তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

মাঙ্কিপক্স নিয়ে বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত এক ব্রিফিংয়ে নাইজেরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মহাপরিচালক ইফেদায়ো অ্যাডেটিফা বলেছেন, নাইজেরিয়ায় ২০১৭ সাল থেকে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব চলছে। সেখানে এখন পর্যন্ত ৬০০ সন্দেহভাজন এবং প্রায় ২৫০ রোগী শনাক্ত হয়েছে।

তবে মাঙ্কিপক্স কোভিডের মতো সংক্রমণযোগ্য বা ততটা বিপজ্জনক নয়। এটি সাধারণত ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে আক্রান্তের দেহে ফ্লুর মতো লক্ষণ দেখা দিতে পারে এবং ত্বকে পুঁজ ভর্তি ক্ষত সৃষ্টি করতে পারে। তবে সাধারণত তা সপ্তাহের মধ্যে নিজে নিজেই সেরে যায়।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, এর সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ইউরোপের লোকেরা গ্রীষ্মকালীন পার্টি এবং উত্সবের জন্য জড়ো হলে সেখান থেকে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

(ঢাকাটাইমস/৩জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা