মালয়েশিয়ায় ভিসা জালিয়াতির অভিযোগে ৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অভিবাসীকর্মীদের বৈধতা দেওয়ার নামে ভিসা জালিয়াতি ও অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগে ৪ বাংলাদেশিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
গতকাল ১০ জুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খায়রুল দাজাইমি দাউদ।
গত ৮ জুন রাজধানী কুয়ালালামপুরের জালান লুমুত ও সেলাঙ্গরের আমপাংয়ের পান্ডান কাহায়ায় অভিযান চালিয়ে ২ বাংলাদেশি ও তাদের মালয়েশিয়ান স্ত্রী এবং আরও ২ সহযোগী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের পরিচয় প্রকাশ করেনি অভিবাসন বিভাগ।
অভিযানে বাংলাদেশের ৪৫৭, ইন্দোনেশিয়ার ৮, ভারতের ৮, পাকিস্তানের ৮, মিয়ানমারের ৬, নেপালের ১টিসহ মোট ৪৮৮টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এ ছাড়াও ১২টি কোম্পানির সিল, দুটি কম্পিউটারের সেট এবং নগদ ৩৮ হাজার ৩০৮ রিঙ্গিত, যা আরটিকে কার্যক্রমে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অভিবাসন বিভাগের মতে, মালয়েশিয়ায় চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) থেকে প্রতারণামূলক আউটসোর্সিংয়ের মাধ্যমে এই সিন্ডিকেট ২ মিলিয়নের বেশি মালয়েশিয়ান রিঙ্গিত উপার্জন করেছে।
এই সিন্ডিকেটের মূল পরিকল্পক ও পরিচালনাকারী হচ্ছেন মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা (মাইপিআর) মর্যাদাধারী ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি।
এক মালয়েশিয়ান নারীকে বিয়ের পর ২০১৫ সালে তিনি দেশটির স্থায়ী বাসিন্দা হয়েছেন। তার নেতৃত্বে সিন্ডিকেটটি কমপক্ষে ২ বছর ধরে সক্রিয় রয়েছে।
অভিবাসন বিভাগের মহাপরিচালক বলেন, সিন্ডিকেট প্রতিটি অভিবাসীকর্মীকে ৩ হাজার ৫০০ রিঙ্গিত ও ৪ হাজার ২০০ রিঙ্গিতের মধ্যে এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন সেক্টরের জন্য একটি টেম্পোরারি ওয়ার্কিং ভিজিট পাস (পিএলকেএস) পাওয়ার ব্যবস্থা করেছিল।
‘এই সংখ্যার ওপর ভিত্তি করে আমরা অনুমান করি যে, সিন্ডিকেট এখনও পর্যন্ত অন্তত ২ দশমিক ০৪ মিলিয়ন রিঙ্গিত অবৈধ আয় করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ডেটাবেসও পরীক্ষা করব এবং যদি জব্দ করা এই ৪৮৮ জন পাসপোর্টধারীর মধ্যে কেউ ইতোমধ্যে তাদের ওয়ার্কিং ভিজিট পাস (পিএলকেএস) পেয়ে থাকে, তবে তা প্রত্যাহার করা হবে।
(ঢাকাটাইমস/১১জুন/আরআর)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ ৩ জন নিহত

ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর পক্ষে দক্ষিণ আমেরিকার দেশগুলো

তিন বছরের মধ্যে প্রথম চীন সফরে ইলন মাস্ক

আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল ১৯ জুন পর্যন্ত

লেবাননে বিস্ফোরণে ৫ ফিলিস্তিনি নিহত, অভিযোগ ইসরায়েলের দিকে

বিশ্ববাজারে গমের মূল্য আড়াই বছরে সর্বনিম্ন

ইরানের এক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ৮০ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম

ইমরান খানের বিচার সামরিক আদালতে হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডের উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প
