সিআইডিতে নতুন অতিরিক্ত ডিআইজি পদে চার কর্মকর্তা, নাম জানাচ্ছে ঢাকা টাইমস

বিশেষ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২২, ১০:৩৫| আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৭:১৪
অ- অ+

পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর অতিরিক্ত ডিআইজি হিসেবে শিগগিরই নতুন চার কর্মকর্তাকে দেখা যাবে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে ঢাকা টাইমসকে। জানা গেছে, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত শফিকুল ইসলাম অতিরিক্ত ডিআইজি হিসেবে সিআইডিতে পদায়ন পাচ্ছেন। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকেও একই পদে সিআইডিতে পদায়নের প্রস্তাব করা হয়েছে বলে জানতে পেরেছে ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সূত্রগুলো ঢাকা টাইমসকে জানায়, অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দ জান্নাত আরা সিআইডিতে পদায়ন পাচ্ছেন। তিনি এর আগেও বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে কর্মরত ছিলেন। এছাড়া অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার একই কর্মস্থলে পদায়ন পেতে যাচ্ছেন।

ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদায়নের এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা প্রজ্ঞাপন আকারে জারি হবে।

(ঢাকা টাইমস/১৩জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা