রাজবাড়ীর কালুখালিতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা ও শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এ সময় ছয় বছরের আরেক ছেলে আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার দিকে রাজবাড়ীর কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের বহরেরকালুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মর্জিনা খাতুন (৩৫) তার চার মাসের কন্যা সন্তান তানিসা। আহত ছেলের নাম ইয়াসিন (৭)। মর্জিনার স্বামীর নাম হোসেন আলী। তিনি পেশায় কৃষি শ্রমিক।
রতনদিয়া ইউপি চেয়ারম্যান হাসিনা পারভীন ও
স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা ও হোসেন আলী দম্পতির আগে বাড়ি ছিল রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়ার চরে। পদ্মার ভাঙনে তাদের বাড়িঘর বিলীন হয়ে যায়। এরপর সেখান থেকে এসে বহরেরকালুখালি গ্রামে রাস্তার পাশে টিনের ছাপরা তুলে বসবাস করতে থাকেন। সেই টিনের ছাপরা ঘরে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া ছিল। বিদ্যুতের তার ছিদ্র হয়ে তাদের সম্পূর্ণ ঘর বিদ্যুতায়িত হয়ে যায়।
শুক্রবার সন্ধ্যার একটু আগে মর্জিনা তার শিশু সন্তান তানিসাকে ঘুম পাড়াতে ঘরে যান। ঘরে যাওয়ার পর টিনের সঙ্গে মর্জিনার হাত লাগলে বিদ্যুতায়িত হন। এসময় মর্জিনার ছেলে ইয়াসিন তাদের সঙ্গে ঘরে ছিল। ওই সময় ইয়াসিনও আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রতনদিয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. জাকির হোসেন জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। বাতাসে তার টিনের সঙ্গে দোল খেয়ে ছিদ্র হয়ে ছিল। এ কারণে টিনের ঘরের সব অংশই বিদ্যুতায়িত হয়ে যায়। বিষয়টি কেউ জানতো না। স্থানীয়রা তাদের উদ্ধার দ্রুত হাসপাতালে নিলেও তাদের বাঁচানো যায়নি। ছেলেটার একটা হাত ঝলসে গেছে।
কালুখালি উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. ফিরোজ হোসেন জানান, ঘটনাটি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি।
কালুখালী থানার ওসি নাজমুল হোসেন জানান, মা ও শিশু সন্তানের মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক।
রাতেই আমাদের একটা টিম ঘটনা স্থলে গিয়ে কাজ করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক আটক

শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ

কুমিল্লায় আ.লীগের দুগ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

হাসপাতালে নারীকে মারধর ও ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা

প্রাণ গেল ১৫ মাস বয়সী শিশুর, পরিবারের ধারণা তীব্র গরমে মৃত্যু

বিশ্ব পরিবেশ দিবসে নান্দাইলে স্টেপ এ্যাহেড বাংলাদেশের সচেতনতামূলক কর্মসূচি

গোপালগঞ্জে ভয়াবহ লোডশেডিং, অতিষ্ঠ নগরবাসী

মাদারীপুরে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের এক বছরেও হয়নি উদ্বোধন

লাখ টাকার হেরোইনসহ নারী গ্রেপ্তার
