ফের কাবুলের গুরুদুয়ারায় হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২২, ২০:০১
অ- অ+

গতমাসে কাবুলে শিখদের উপাসনালয় গুরুদুয়ায় হামলার পর ফের গুরুদুয়ারায় বুধবার (২৭ জুলাই) বোমা হামলার ঘটনা ঘটেছে। এবারের হামলাটি কাবুলের কার্তে পারওয়ান গুরুদুয়ারায় ঘটেছে। আগের হামলাটির দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট। খবর এনডিটিভির।

ভারতীয় বিশ্ব ফোরামের সভাপতি পুনীত সিং চাঁদহোক এনডিটিভিকে জানান, শিখ ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরা নিরাপদ রয়েছে। তারা আরও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে।

গত মাসে ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি) গুরুদুয়ারায় হামলা চালায়। ঘটনায় কয়েক ডজন শিখ এবং তালেবান সদস্যের প্রাণহানি ঘটে।

শিখ সম্প্রদায়সহ ধর্মীয় সংখ্যালঘুরা আফগানিস্তানে সহিংসতার লক্ষ্যবস্তু হয়েছে।

তবে ২০২১ সালের আগস্টে ক্ষমতায় আসা তালেবান দেশটিতে জঙ্গি হামলার বিরোধিতা করে আসছে। এমনকি তারা দেশটিতে জঙ্গিবাদের পুনরুত্থানের সম্ভাব্য ঝুঁকির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগকেও গুরুত্ব দিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের হামলা দেশে সন্ত্রাসবাদের একটি নতুন ঢেউ শুরু করতে পারে যেখানে ছোট গোষ্ঠীগুলি অভ্যন্তরীণ সমর্থন পেয়ে থাকে।

গত বছর তালেবানের ক্ষমতা দখলের আগে আফগানিস্তানে হিন্দু ও শিখদের সংখ্যা ছিল মাত্র ৬০০।

যারা বাকি আছে তারা মূলত সুন্নি র‌্যাডিক্যাল গোষ্ঠীর দ্বারা লক্ষ্যবস্তু হামলার শিকার হয়েছে। লক্ষ্যবস্তু হামলা শিখ এবং হিন্দুদের দেশ থেকে বিতাড়িত করেছে। বিশেষ করে যাদের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ রয়েছে তাদের স্থানান্তরিত করতে বাধ্য করেছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা