বগুড়ায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২২, ২০:৫৬
অ- অ+

বগুড়ায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে সৈকত হোসেন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে দুপুরে সে করতোয়া নদীর ভাটকান্দি ব্রিজ এলাকায় কলা গাছের ভেলা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।

নিহত সৈকত বগুড়া শহরের মালতিনগর শান্তিবাগ এলাকার খোকনের ছেলে এবং বগুড়া ওয়াইএমসি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

দুপুরে তিন-চারজন বন্ধুর সাথে করতোয়া নদীর ভাটকান্দি ব্রিজের নিচে গোসল করতে নামে নিহত সৈকত। ওই সময় তারা কলা গাছের তৈরি ভেলাতে করে নদীতে ভাসতে থাকে। এর এক পর্যায়ে ভেলা থেকে পড়ে নদীতে তলিয়ে যায় সৈকত। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল ৫টার দিকে নদী থেকে সৈকতকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/২৯জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা