দীপ্ত টিভিতে শুরু হচ্ছে ‘আগুন পাখি’

সোমবার (১ আগস্ট) থেকে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক ‘আগুন পাখি’। পারভেজ আমিন পরিচালিত এ নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গোলাম ফরিদা ছন্দা, আহছানুল হক মিনু, মৌটুসী বিশ্বাস, ইনতেখাব দিনার, আজাদ আবুল কালাম, শম্পা রেজা, নাজনিন হাসান চুমকী, বেশাখীসহ অনেকে।
এর গল্পে দেখা যাবে, আমেনা শৈশবে মাতৃহারা হয়। তখন থেকেই এক মাতৃমূর্তি। মা হারানোর পর কোলে তুলে নেয় ছোট ভাইকে। মায়ের মমতায় লালন করে তাকে। মাতৃবিয়োগের পরে বাবা দ্বিতীয়বার বিয়ে করবেন। অজানা আশঙ্কায় কাঁপে মেয়েটির বুক- কেমন হবে সৎ মা?
সময়ের নিয়মে মেয়েটি তারুণ্য প্রাপ্ত হয় এবং নিজের ইচ্ছা অনিচ্ছার উর্ধ্বে গিয়ে বিয়ের জন্য প্রস্তুত হয়। সে জানে না কেমন হবে সেই নতুন সংসার? এসে পৌঁছায় একান্নবর্তী সম্পন্ন শ্বশুরবাড়িতে। এর মধ্যে ঘটে গেছে ইংরেজ সরকারের প্ররোচণায় অসফল বঙ্গভঙ্গের ঘটনা। সেই আঁচ কিছু এসেছে এদের জীবনে। কিন্তু ভাঙনকাল শুরু হয়নি।
স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে গিয়ে মেয়েটির কিশোর বয়সী প্রথম পুত্রসন্তান মৃত্যুবরণ করে। এই শোক নতুন মানুষ হিসেবে তৈরি করে কাহিনির নায়িকাকে। দেশ তথা পৃথিবীজুড়ে চলছে এক অশান্ত পরিমন্ডল। আমেনা সাক্ষী হয় দুই বিশ্বযুদ্ধের। তার আঁচ এসে লাগে না সরাসরি, কিন্তু বদলে যায় জীবনগুলো।
একান্নবর্তী পরিবারের মেঝো বৌ কোথায় যেন নিজেকে তৈরি করে চলেছে এক দিনের জন্য- যা তাকে বদলে দেবে। নিজের অজান্তেই এক অন্য মানুষকে সে নিজের মধ্যে খুঁজে পাবে। আঁকড়ে থাকবে নিজের দেশের মাটি, স্বামী-সন্তান, পরিজন সবার বিরুদ্ধে গিয়ে তার নিজস্ব জেহাদ সে একবারই ঘোষণা করবে। শেষ হবে তার পরিক্রমা।
আগুনপাখি সেই মেয়ের জীবনচরিত, যার ছত্রে ছত্রে রয়েছে তার বড় হওয়া, আরও আরও বড় হওয়া। নিজেকে ছাপিয়ে যাওয়ার এক যাত্রা। মানবজীবনের এই আখ্যান দেশ কালের ব্যবধান ঘুচিয়ে সকল শ্রেণির দর্শকের কাছে চিত্তাকর্ষক হয়ে উঠবে বৈচিত্রে ও স্বকীয়তায়।
নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী মৌটুসী বিশ্বাস বলেন, ‘অভিনয় জীবনে কিছু কিছু নাটকের কথা কোনোদিনও ভুলতে পারব না। ‘আগুন পাখি’ তেমনই গল্পের নাটক।’
নাজনীন হাসান চুমকি বলেন, ‘এই নাটকের মূল শক্তি গল্প। এতবড় মাপের একজন সাহিত্যিকের উপন্যাস থেকে নির্মিত নাটকে অভিনয় করে সত্যি মনটা ছুঁয়ে গেছে।’
(ঢাকা টাইমস/০১ আগস্ট/এলএম/এএইচ)

মন্তব্য করুন