গৃহবধূকে তিন বছর ধরে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ২২:২০
অ- অ+

বগুড়ার সোনাতলায় এক গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে টানা তিন বছর ধরে ধর্ষণ করার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষের বিরুদ্ধে। ঘটনার শিকার ওই গৃহবধূ মঙ্গলবার বিকালে সোনাতলা থানায় একটি ধর্ষণের মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা সুজন কুমার ঘোষ উপজেলার নামাজখালী গ্রামের সুভাষ ঘোষের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার শিকার ওই গৃহবধূ দুই সন্তানের মা। তার স্বামী বগুড়া শহরের এক তেলের ডিপোতে শ্রমিকের কাজ করেন। কাজের সুবাদে তার স্বামীকে প্রতিদিন বাড়ি থেকে সকালে বের হতে হয় এবং ফেরেন রাতে। এ সুযোগে ছাত্রলীগ নেতা সুজন ওই গৃহবধূকে গত তিন বছর ধরে বিভিন্ন সময় ধর্ষণ করে আসছিলেন। সর্বশেষ গত ২৫ জুলাইয়েও তাকে ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে ঘটনাটি গৃহবধূ তার স্বামীকে জানান। পরে মঙ্গলবার সোনাতলা থানায় ওই নারী বাদী হয়ে মামলা করেন।

এছাড়া এর আগে গতকাল সোমবার রাতে ওই গৃহবধূর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি আইডি থেকে ছাড়া হয়। ভিডিও ক্লিপে ওই গৃহবধূ তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাতলা থানার ওসি জালাল উদ্দিন জানান, ভয়ভীতি দেখিয়েই ধর্ষণের ঘটনা। এমনটা ওই গৃহবধূর কাছ থেকে জানতে পেরেছি। আজ মঙ্গলবার বিকালে ওই গৃহবধূ থানায় অভিযোগ করলে সেটা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত উপজেলা ছাত্রলীগ নেতা সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/০৯আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের কারফিউ ১৪ ঘন্টার জন্য শিথিল
ট্রেন থেকে নেমেই জামায়াত নেতাকর্মীদের স্লোগান
জামায়াতের সমাবেশে যোগ দিতে এসে পথেই দুই নেতাকর্মীর মৃত্যু
A Monumental Work at Risk: Why Mobasher Ali, Chief editor of the History of Comilla District Must Be Preserved
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা