শিশুদের পরীক্ষামূলক টিকা শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ০৮:৫৫| আপডেট : ১১ আগস্ট ২০২২, ১১:২৭
অ- অ+
ফাইল ছবি

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়া শুরু হচ্ছে আজ।

গত ৭ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শিশুদের পরীক্ষামূলক টিকার কথা জানিয়ে বলেছিলেন, ‘১১ আগস্ট পরীক্ষামূলক প্রয়োগের কিছুদিন পর ২৬ আগস্ট পুরোদমে এসব শিশুর টিকা কার্যক্রম শুরু হবে।’

এর আগে গত ১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছিলেন, রাজধানীর স্কুলগুলোতে শিশুদের পরীক্ষামূলক টিকাদান শুরু হবে। করোনার সংক্রমণ বেশি যেসব এলাকায়, সেসব এলাকার শিশুদের আগে দেওয়া হবে এবং সেখানে ফাইজারের বিশেষ ধরনের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সারা দেশে এই টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিকের শিক্ষার্থী ছাড়াও সারা দেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুর সংখ্যা প্রায় দুই কোটি ২০ লাখ। সেই অনুযায়ী চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কাছে চার কোটি ৪০ লাখ টিকার চাহিদা পাঠায় সরকার। সে অনুযায়ী গত ৩০ জুলাই ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা পাঠায় ডব্লিউএইচও।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা