চীনের ‘এক দেশ, দুই নীতি’ তত্ত্ব প্রত্যাখ্যান করল তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২২, ১৯:২৩| আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৯:২৫
অ- অ+

চীনের ‘এক দেশ, দুই নীতি’ তত্ত্ব প্রত্যাখ্যান করেছে তাইওয়ান।

দ্য স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী চীনের প্রস্তাবিত মডেল সম্পর্কে নিজের দেশের অবস্থান ব্যাখ্যা করেন।

গত ১০ আগস্ট (বুধবার) চীন তাইওয়ানের বিচ্ছিন্নতা সহ্য করবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল। এক্ষেত্রে চীন সামরিক শক্তি প্রয়োগের কথাও জানায়। পাশাপাশি তাইওয়ানকে ‘এক দেশ, দুই নীতি’র প্রস্তাব দিয়েছিল চীন।

রাজধানী তাইপেতে অনুষ্ঠিত এক সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোয়ান ওউ জানান, যুক্তরাষ্ট্রের হাউস অব স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে অজুহাত হিসেবে ব্যবহার করছে চীন। এর মাধ্যমে তাইওয়ানের জনগণের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাইওয়ানের ভবিষ্যৎ দেশটির জনগণই নির্ধারণ করবেন।

তবে তাইওয়ানের জলসীমার চারপাশে সামরিক মহড়া শেষ হলেও তাদের উপর কড়া নজরদারির ঘোষণা দিয়েছে চীন।

গত সপ্তাহে ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। তার সফরকে কেন্দ্র করে তাইওয়ানের জলসীমার চারপাশে সবচেয়ে বড় সামরিক মহড়া করে চীন। এ মহড়ার মাধ্যমে তাইওয়ানকে হুমকি দিয়েছে চীন।

যদিও চীনের সামরিক মহড়ার পর সামরিক মহড়ার ঘোষণা দেয় তাইওয়ান।

(ঢাকাটাইমস/১১আগস্ট/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা