জনগণের দৃষ্টিভঙ্গি বুঝতে পোর্টাল হচ্ছে, খরচ প্রায় তিন কোটি টাকা, কী থাকবে চমক?

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৯

একটি পোর্টাল করতে ৩ কোটি টাকা খরচ করতে চায় সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। ওই বিভাগের 'বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও ডিজিটাল লিটারেসি সেন্টার স্থাপন' শীর্ষক প্রকল্পের অধীনে 'জনতার সরকার' নামক ওয়েব পোর্টালটি তৈরি হচ্ছে।

এর উদ্দেশ্য হচ্ছে, সরকারি কাজে জনসম্পৃক্ততা বাড়ানো ও তাদের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব বুঝা।

এই প্ল্যাটফর্মে যে কোনো নাগরিক মতামত জানাতে পারবে। তবে তারা কোন বিষয়ে মতামত দিবে তা ঠিক করে দিবে সরকার তথা কর্তৃপক্ষ।

একটি পোর্টাল তৈরিতে এতো টাকা কেন? এ প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি। তবে পোর্টালে জনগণের মতামত তুলে ধরা প্রসঙ্গে বলেন, তাদের গঠনমূলক সমালোচনা প্রকাশ করা হবে।‌

নিউজ সাইটে বা পোর্টালের নিউজ পড়ে অনেক পাঠক হাহা রিএ্যাক্ট দেয়। সরকারের সমালোচনা করে। এই পোর্টালেও সে ধরনের সমালোচনা হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে প্রকল্প পরিচালক সাইফুল আলম খান বলেন, মানুষের গালমন্দ বা অশোভন প্রতিক্রিয়া প্রকাশ করা যায় না।

অপর একজন কর্মকর্তা ঢাকা টাইমসকে বলেন, মানুষের মতামতের মধ্যে সরকারের উন্নয়ন কাজের বিষয়ে ইতিবাচক মতামত প্রকাশ করা হবে।এখানে তারা সরকারের বিভিন্ন কাজ সম্পর্কে অভিমত জানাতে পারবেন।

পোর্টালে মতামতের পাশাপাশি অভিযোগ জানানো যাবে। এতে অংশ নিতে হলে ফেসবুক, ই-মেইল বা মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে।

এই পোর্টালে যারা মতামত দেবে তাদের সুরক্ষা কতটা সুরক্ষিত থাকবে সেটাও বড় বিষয়।

আগামী ১৫ সেপ্টেম্বর পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

মজুত ফুরালেই বাড়তি দামে বিক্রি হবে সয়াবিন তেল

কোন দিকে মোড় নিচ্ছে ইরান-ইসরায়েল সংকট

ছাদ থেকে পড়ে ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যু: প্রতিবেদনে আদালতকে যা জানাল পুলিশ

উইমেন্স ওয়ার্ল্ড: স্পর্শকাতর ভিডিও পর্নোগ্রাফিতে গেছে কি না খুঁজছে পুলিশ

জাবির হলে স্বামীকে বেঁধে স্ত্রীকে জঙ্গলে ধর্ষণ, কোথায় আটকে আছে তদন্ত?

নাথান বমের স্ত্রী কোথায়

চালের বস্তায় জাত-দাম লিখতে গড়িমসি

গুলিস্তান আন্ডারপাসে অপরিকল্পিত পাতাল মার্কেট অতি অগ্নিঝুঁকিতে 

সিদ্ধেশ্বরীতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: তিন মাস পেরিয়ে গেলেও অন্ধকারে পুলিশ

রং মাখানো তুলি কাগজ ছুঁলেই হয়ে উঠছে একেকটা তিমিরবিনাশি গল্প

এই বিভাগের সব খবর

শিরোনাম :