‘রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ বাধা দেবে না, আগুন সন্ত্রাস করলে ব্যবস্থা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২২, ২০:১৬
অ- অ+

শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচিতে পালন করলে পুলিশ কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তবে কেউ আগুন সন্ত্রাস করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

বুধবার ডিএমপি সদরদপ্তরে আগস্ট-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কথা বলেন শফিকুল ইসলাম।

ডিএমপি কমিশনার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে যাতে শেষ হয় এজন্য ডিএমপির সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ থাকল। তাছাড়া রাজধানীর পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সেজন্য আমাদের সবাইকে পূজা চলাকালীন সময়ে পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ আপনাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবে না। তবে রাজনীতির নামে যারা আগুন সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রাজনৈতিক কর্মসূচিতে সংঘাত বাড়ানোর জন্য কিছু মানুষ কাজ করে তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে।’

এসব মিছিল-মিটিংয়ে যাতে কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সে দিকেও লক্ষ্য রাখতে বলেন কমিশনার।

বক্তব্যে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত, চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার ও মূলতবি মামলা নিস্পত্তির ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে বলেন ডিএমপি কমিশনার। তাছাড়া ইভটিজিং প্রতিরোধে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
সনির নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ১০০০এক্সএম৬ প্রি-অর্ডার চলছে, ৫টিরও বেশি নিশ্চিত উপহার
১৫ বছরের সাংবাদিকতা নিয়ে তদন্ত হবে: প্রেস সচিব
সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা