ময়নাতদন্ত রিপোর্ট: শাওনের মাথা ও কপালে গভীর ক্ষত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৯
অ- অ+

মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওনের (২৬) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে ময়নাতদন্ত শুরু করে বিকাল সোয়া ৪টার দিকে সম্পন্ন হয়। ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. জান্নাতুন নাঈম।

এর আগে, শাওনের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, শাওনের কপালের ডান পাশে গভীর ক্ষত চিহ্ন ও মাথার পেছনে ডান পাশে গভীর ক্ষত চিহ্ন আছে। সেখান দিয়ে মগজ বেরিয়ে গেছে।

ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পর শাওনের মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ের সামনে নেওয়া হয়েছে। সেখানে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের মুক্তারপুরে জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা