সীমান্ত দিয়ে আর একজনকেও ঢুকতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩১| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৪
অ- অ+

বাংলাদেশের সীমান্ত দিয়ে আর একজনকেও ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ‘আমাদের ক্লিয়ার মেসেজ—আরাকান আর্মি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, বিচ্ছিন্নতাবাদী তারা যারাই হোন আমাদের সীমান্তে প্রবেশ করতে দেব না।’

বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ায়ায় বিজিবির ৯৮তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মিয়ানমারে অস্থিরতার কারণে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। সীমান্তে আরাকান আর্মিসহ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তাদের যুদ্ধ চলছে বলে আমরা শুনেছি। এ নিয়ে আমাদের দেশের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।

আসাদুজ্জামান খান বলেন,মিয়ানমার তাদের ভূমিতে যুদ্ধ করছে। আমাদের দেশে তাদের অনুপ্রবেশ ঘটাবে না বলেই মনে করছি।

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে তিনি বলেন, তাদের সীমানায় তারা যুদ্ধ করুক, আমাদের সীমানায় তাদের কাউকেই ঢুকতে দেব না। আমরা তো কাউকে আহ্বান করছি না।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা