সবচেয়ে ব্যয়বহুল ফুটবল বিশ্বকাপের সঙ্গে থাকতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা

পৃথিবীর সবচেয়ে দামি ফুটবল বিশ্বকাপের সাথে থাকতে খুব খুশি প্রবাসী বাংলাদেশিরা। এবারের বিশ্বকাপে খরচ হবে ২২০ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এরসঙ্গে প্রবাসীরা এখন বাড়তি কিছু আয়েরও পথ খুঁজছেন।
কাতারের একটি গণমাধ্যম বলছে, সবচেয়ে দামি বিশ্বকাপের সঙ্গে থাকতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। টিকিট আগেই ছিল এবার মিলেছে হায়া কার্ড। এখন আর খেলা দেখতে বাধা নেই। সঙ্গে বাড়তি আয়ের পথও খুঁজছেন তারা।
মধ্যপ্রাচ্য মানেই পেট্রো ডলারের চমক। সেখানেই ব্যয়বহুল বিশ্বকাপ দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। কাতারের গণমাধ্যম বলছে, ২০২২ বিশ্বকাপে খরচ ২২০ বিলিয়ন মার্কিন ডলার। টাকার হিসাবে যা প্রায় ২২ লাখ ৩০ হাজার কোটি টাকা। গত আটটি বিশ্বকাপের মধ্যে যা সবচেয়ে বেশি। শুধু বেশি বললে ভুল হবে। ২০১৮ রাশিয়া আসরের চেয়ে বিশ গুন বেশি অর্থ খরচ হচ্ছে এবারের আসরে। এতদিন সবচেয়ে বেশি খরচের রেকর্ড ছিল ব্রাজিলের।
কাতার বিশ্বকাপ বাজেটের বেশিরভাগ অর্থ খরচ হয়েছে স্থাপনা নির্মাণে। আরও বিশেষভাবে বললে স্টেডিয়াম তৈরিতে। সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্থাপন। মেট্রো, সড়ক, বিমানবন্দর আধুনিকায়নেও বিপুল ব্যয় হয়েছে। যেখানে জড়িয়ে আছে বাংলাদেশিদের শ্রম।
যারা নেপথ্য কারিগর তাদের খেলা দেখা হবে কিনা তা নিয়ে বেশ সংশয় ছিল। অবশেষে তা কেটেছে। টিকেট তো মিলছেই এরই মধ্যে অনেকে হায়া কার্ডও হাতে পেয়েছেন। এখন শুধু ক্ষণ গণনা।
শুধু খেলা দেখা নিয়েই উচ্ছ্বসিত নন প্রায় চার লাখ প্রবাসী বাংলাদেশি। বিশ্বকাপ ঘিরে বাড়তি আয়ের সুযোগও থাকছে তাদের। এরই মধ্যে কাতারের আবাসন ও পর্যটন খাতে বড় ধরনের পরিবর্তন দৃশ্যমান হতে শুরু করেছে। রয়েছে নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগও।
ঢাকাটাইমস/০৪ অক্টোবর/এএ/এফএ
সংবাদটি শেয়ার করুন
প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
প্রবাসের খবর এর সর্বশেষ

ফ্রান্সে গণহত্যা দিবসের শহীদদের স্মরণ করল বাংলাদেশ দূতাবাস

ইতালিতে এমিরেটস এয়ারলাইন্স-পপুলার ট্রাভেলসের পার্টনারশিপ উদযাপন

অবৈধভাবে ইতালি যাওয়ার সময় ট্রাক থেকে ২৩ বাংলাদেশি উদ্ধার

রমজানের কারণে লিসবনে আগাম ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপন

ইতালিতে জনতা এক্সচেঞ্জ কোম্পানি এসআরএলের গ্রাহক সমাবেশ

ইতালিতে প্রবাসী নারীদের নিয়ে পিঠা উৎসব

আরাভ খান দুবাইয়ে আটক?

কাতারে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

বাঙালি জাতি রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অনন্য অবদান স্মরণ
