উরুগুয়ে-দক্ষিণ কোরিয়া ম্যাচ গোলশূন্যতে ড্র

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২২, ২০:৫৪| আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ২১:০০
অ- অ+

শুরুতে খেলার গতি ছিল মন্থর। এরপর প্রথমার্ধের শেষদিকে গোলের নেশায় বুদ হয়ে ওঠে দুদল। কিন্তু আসেনি সাফল্য। দ্বিতীয়ার্ধের খেলাও দেখা মিললো একই চিত্র। শেষ পর্যন্ত গোলশূন্য ব্যবধানেই শেষ হয়েছে ম্যাচ। আর তাই পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ল উরুগুয়ে ও দক্ষিণ আফ্রিকা।

এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে ও আক্রমণে খানিকটা এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়া। পুরো ম্যাচের ৫৫ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে সক্ষম হয়েছে উরুগুয়ে। তবে আক্রমণে ধার ছিল না তেমন। পুরো ম্যাচে দক্ষিণ কোরিয়ার গোলবার বরাবর কেবল একটি শট নিতে পেরেছেন সুয়ারেজ-কাভানিরা।

এদিকে পুরো সময়ের ৪৫ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখেন দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দল। কিন্তু আক্রমণে ছিল না ধার। প্রতিপক্ষের গোলবার বরাবর অর্থাৎ অনটার্গেটে শট নিতে পারেনি একটিও।

ম্যাচের ১৯তম মিনিটে হোসে মারিয়া হিমেনেসের লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ফেদে ভালভার্দের নেয়া শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ২২তম মিনিটে হিমেনেসের দেয়া লম্বা পাস লুইস সুয়ারেস নিয়ন্ত্রণে নিয়ে ক্রস দেন পেনাল্টি স্পটের কাছে। লাফিয়ে ভলি করার চেষ্টায় বলে পা ছোঁয়াতে পারেননি লিভারপুল ফরোয়ার্ড নুনেস।

আর বিরতির ঠিক আগে উরুগুইয়ান ডিফেন্ডার ও দলনেতা দিয়েগো গোডিনের হেড পোস্টে লেগে ফিরে এলে মেলেনি কাঙ্ক্ষিত গোল। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যতেই।

দ্বিতীয়ার্ধের খেলায় দুদলই গতি বাড়ায়। ফলে চলতে থাকে আক্রমণ আর পাল্টা আক্রমণ। কিন্তু কেউই আদায় করতে পারছিলো গোল। এভাবেই শেষ হতে যাচ্ছিল নির্ধারিত সময়। কিন্তু ৮৯তম মিনিটে ফের একবার পেয়ে যাচ্ছিল গোল। দুর্ভাগ্যবশত ফের একবার গোলপোস্টে বল লেগে তা ফিরে আসে। আর শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় গোলশূন্য ব্যবধানেই।

উরুগুয়ে একাদশ : (ফরমেশন: ৪-৩-৩)

সার্জিও রোশেত, হোসে মারিয়া জিমেনেজ, দিয়েগো গোডিন, ম্যাথিয়াস অলিভেরা, মার্টিন ক্যাসেরাস, ম্যাতিয়ান ভেসিনো, রদ্রিগো বেনতানচুর, ফেডেরিকো ভালভার্দে, লুইস সুয়ারেজ, ডারুউইন নুয়েজ, ফাকুন্দো পেলিস্ত্রি।

কোচ: দিয়েগো অ্যালোনসো।

দক্ষিণ কোরিয়া: (ফরমেশন: ৪-২-৩-১)

কিম সেউং-গিয়ু, কিম ইয়ং-গুন, কিম মিন-জায়ে, কিম জিন-সু, কিম মুন-হুয়ান, লি জায়ে-সুং, জুং উ-ইয়ং, হাওয়াং ইন-বেয়ম, হাওয়াং উই-জো, সন হিউং-মিন, না সাং-হো।

কোচ: পাওলো জর্জ গোমেজ বেন্তো

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা