নোয়াখালীতে ১৩শ’ ইয়াবাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ১৭:০৩
অ- অ+

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ও বিনোদপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ১৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুধারাম মডেল থানার মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে একদল মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে নোয়াখালীর সদর উপজেলায় অবস্থান করছে। এমন সংবাদেরভিত্তিতে বৃহস্পতিবার রাতে এওজবালিয়া ইউনিয়নের চর শুল্যকিয়া এলাকার আজিজুল হক ফকিরের বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ওই বাড়ি থেকে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যেরভিত্তিতে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সেকান্দার মিয়া মার্কেটে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ আরও একজন কারবারিকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা পরবর্তী সুধারাম থানার মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা