রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানোর আবেদন ৬৭ কর আইনজীবী সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২২, ০৯:০৯| আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ০৯:২৫
অ- অ+

আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানোর আবেদন জানিয়েছে দেশের ৬৭টি কর আইনজীবী সমিতি। ২০২২-২০২৩ করবর্ষের পরিপত্র বিলম্বে পাওয়ায় এবং বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রতিকূল পরিস্থিতির কারণে এ আবেদন করেছে সমিতিগুলো।

গত ২০ নভেম্বর এনবিআর চেয়ারম্যান ও আয়কর বিভাগের সদস্য বরাবর এ আবেদন জমা দেয়া হয়েছে।

কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন সমিতিগুলোর দাবির সঙ্গে একমত পোষণ করেছে।

সংগঠনগুলো মতে, এ বছর জাতীয় রাজস্ব বোর্ডের প্রচারণায় ব্যাপক ঘাটতি রয়েছে। যে কারণে ৮০ লাখের বেশি ই-টিআইএনধারী হলেও রিটার্ন দাখিলের সংখ্যা অনেক কম।

২০২২-২০২৩ করবর্ষের পরিপত্র বিলম্বে পাওয়ায় ও বিশ্ব অর্থনৈতিক মন্দার কথা বিবেচনা করে করাদাতাদের আরও সুযোগ দেয়া উচিত বলে মনে করেন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. খোরশেদ আলম। তিনি বলেছেন, ‘অনেক করদাতা নিজেদের প্রস্তুত করতে পারেনি। তাছাড়া এবার আয়কর রিটার্ন দাখিলের সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম।’

বিভিন্ন ব্যবসায়ী সংগঠনও সময় বৃদ্ধির আবেদন করেছে বলে জানিয়েছেন তিনি।

অ্যাডভোকেট মো. খোরশেদ আলম আরও বলেন, ‘আমাদের এ দাবিসহ আরও কিছু বিষয় নিয়ে শিগগিরই এনবিআর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে দেখা করব।’

করদাতাদের দাবি এনবিআর মেনে নেবে বলে আশা করছেন তিনি।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা