ভিকারুননিসায় ৫, আইডিয়ালে ১০ জন ফেল করেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২২, ২২:৪২
অ- অ+

দেশসেরা দুই শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়েও এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি কয়েকজন শিক্ষার্থী। এই দুই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্যে জানা গেছে, দুই প্রতিষ্ঠান থেকে ফেল করেছে ১৫ জন শিক্ষার্থী।

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ সূত্র জানায়, এসএসসি ২০২২ সালে ভিকারুননিসা থেকে পরীক্ষার্থী ছিল ২৩২২ জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৬ জন। পরীক্ষায় অংশ নেয় ২৩০৬ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২০৪৫ জন। মানবিক থেকে ৫৫ জন এবং ব্যবসায় শিক্ষা থেকে ২০৬ জন পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ২৩০১ জন। ফেল করেছে ৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২০২৫ জন। পাসের হার ৯৯ দশমিক ৭৮।

অন্যদিকে, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সূত্র জানায়, এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। পরীক্ষায় পাস করে ২ হাজার ৬৬১ জন। ফেল করেছে ১০ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮২ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯.৬৩ শতাংশ এবং জিপিএ-৫ এর হার ৮৩ শতাংশ।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা