নাকে অস্ত্রোপচার করালেন শবনম ফারিয়া

ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে নাকে অস্ত্রোপচার করালেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনেত্রী জানিয়েছেন, সোমবার রাতে তার নাকে সফল অস্ত্রোপচার হয়েছে। তবে ব্যথানাশক ও অ্যানেস্থিয়ার প্রভাবে তার মাখা এখনো ঘুরছে।
ফারিয়া বলেন, ‘এক বছর ধরে নিশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল। অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লিতে এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে। নাকের একটা হাড় ক্রমশ বাঁকছে। সেটি কেটে ফেললে সমস্যার সমাধান হবে বলে জানান চিকিৎসক।’
সোমবার সমস্যা সমাধানে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে গিয়ে নাকে অস্ত্রোপচার করালেন শবনম ফারিয়া। অভিনেত্রী জানান, ‘একদিন পরই বুধবার ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। তবে আগামী ৭ থেকে ১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। একবার এটা সম্পন্ন হলেই বাড়ি ফিরে যেতে পারব।’
জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে বড় বোনের বাসায় থাকবেন শবনম ফারিয়া। এরপর ৭ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

ভালো কিছু দেবেন প্রধানমন্ত্রী, তাই সিদ্ধান্ত পাল্টালেন শাকিল খান

ফেরদৌসের পক্ষে নৌকার প্রচারে নামবেন ওপার বাংলার ঋতুপর্ণা

রায়হান রাফীর ‘মায়া’য় ইমন-সারিকা

ছোট দল বিএনএমে যোগ দেওয়ার কারণ জানালেন ডলি সায়ন্তনী

এবার বাংলাদেশে আসছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’

চিত্রনায়ক শাকিল খানও হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী

শেষপর্যন্ত আলিয়াও ভুয়া আপত্তিকর ভিডিওর শিকার

হিরো আলম এবার বলিউডের রাখি সাওয়ান্তের নায়ক

বিয়ে করছেন ‘শিসকন্যা’ খ্যাত গায়িকা অবন্তি সিঁথি
