নাকে অস্ত্রোপচার করালেন শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২২, ১৪:৫৪
অ- অ+

ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে নাকে অস্ত্রোপচার করালেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনেত্রী জানিয়েছেন, সোমবার রাতে তার নাকে সফল অস্ত্রোপচার হয়েছে। তবে ব্যথানাশক ও অ্যানেস্থিয়ার প্রভাবে তার মাখা এখনো ঘুরছে।

ফারিয়া বলেন, ‘এক বছর ধরে নিশ্বাস নিতে বেশ কষ্ট হচ্ছিল। অনেক কার্ডিয়াক স্পেশালিস্ট দেখিয়েছি। অবশেষে দিল্লিতে এসে নিশ্চিত হলাম, সমস্যাটা কার্ডিয়াক নয়, নাকে। নাকের একটা হাড় ক্রমশ বাঁকছে। সেটি কেটে ফেললে সমস্যার সমাধান হবে বলে জানান চিকিৎসক।’

সোমবার সমস্যা সমাধানে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে গিয়ে নাকে অস্ত্রোপচার করালেন শবনম ফারিয়া। অভিনেত্রী জানান, ‘একদিন পরই বুধবার ব্যান্ডেজ খুলে দেওয়া হবে। তবে আগামী ৭ থেকে ১০ দিন আমার নাক দিয়ে রক্ত পড়তে থাকবে। একবার এটা সম্পন্ন হলেই বাড়ি ফিরে যেতে পারব।’

জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে বড় বোনের বাসায় থাকবেন শবনম ফারিয়া। এরপর ৭ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা