ম্যারাডোনাকে টপকালেন মেসি, বাতিস্তুতাকে টপকাতে লাগে আর ২ গোল

ক্যারিয়ারের ১০০০তম ম্যাচ খেললেন লিওনেল মেসি। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে আর্জেন্টিনা। সেখানে মেসিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।
ম্যারাডোনার ৮ গোলের বিশ্বকাপ রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি। তার বিশ্বকাপে ৯ গোল রয়েছে। তার সামনে এখন শুধু গ্যাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ স্কোরার তিনি। তার রয়েছে ১০ গোল।
আর এক গোল করলেই সেই রেকর্ড স্পর্শ করবেন মেসি। ২ গোল করলে গড়বেন নতুন কীর্তি। পারবেন কি মেসি?
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন ম্যারাডোনা। তালিকায় দুইয়ে উঠে এলেন মেসি। ১-এ রয়েছেন গ্যাব্রিয়েল বাসিস্তুতা। তার গোলসংখ্যা ১০। বাতিস্তুতাই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছেন। এবার বাতিস্তুতাকে টপকানোর পালা মেসির। তাকে ছাড়িয়ে আর মাত্র দুটি গোল দরকার মেসির। এদিকে ম্যারাডোনার মতো বিশ্বকাপে আটটি গোল রয়েছে আর্জেন্টিনার আরেক কিংবদন্তি গুইলারমো স্তেবিলের। মারিও কেম্পেস বিশ্বকাপে করেছেন ছয়টি গোল।
(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

শামসুন্নাহারের হ্যাটট্রিক, ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

প্রথমার্ধেই ভুটানের জালে বাংলাদেশের মেয়েদের দুই গোল

ফের সাম্বা ডি’অর জিতলেন নেইমার

ভারতকে হারিয়ে সাফের ফাইনালে নেপালের মেয়েরা

লো-স্কোরিং ম্যাচে চট্টগ্রামের জয়, হারে মিশন শেষ ঢাকার

বাংলাদেশকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সালাম

যে কারণে ঢাকার শেষ ম্যাচের একাদশে নেই তাসকিন

জয়ে শেষ করতে ঢাকার দরকার মাত্র ১১৯ রান

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হার জ্যোতিদের
