অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারছেন না আলকারাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৩, ১৮:২৮

দরজায় কড়া নামছে টেনিস বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু সেটা খেলা হচ্ছে না বিশ্বের এক নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজের। ইনজুরিতে পড়ার কারণে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম এই টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না আলকারেজ।

১৯ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড টুইটারে এ সম্পর্কে লিখেছেন, ‘হঠাৎ করেই আমি ইনজুরিতে পড়েছি। অনুশীলনে আমি আকস্মিক ভাবেই অঘটনের শিকার হই। অস্ট্রেলিয়ায় খেলার জন্য আমি কঠোর পরিশ্রম করেছিলাম। কিন্তু দূর্ভাগ্যবশত: আমার আর খেলা হচ্ছেনা।

আলকারাজ নাম প্রত্যাহার করে নেওয়ায় আরেক স্প্যানিয়ার্ড ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী রাফায়েল নাদাল শীর্ষ খেলোয়াড় হিসেবে আগামী ১৬ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে কোর্টে নামতে যাচ্ছেন। এখানে নয় বারের বিজয়ী ও ২১টি গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জকোভিচ উঠে এসেছে শীর্ষ চারে।

গত বছর আলকারাজ পাঁচটি শিরোপা জয় করেছেন, ৭০টি ম্যাচের মধ্যে জিতেছেন ৫৭টিতে। ২০২২ সাল তিনি শুরু করেছিলেন র‌্যাঙ্কিংয়ের ৩২ নম্বরে থেকে। ৫০ বছরের র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে এত বড় উন্নতি বছর শেষে আর কারো হয়নি।

(ঢাকাটাইমস

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :