‘শনিবার বিকেল’ মুক্তি দিতে ফারুকীর আল্টিমেটাম

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৩, ১১:১৯

প্রায় চার বছর ধরে চলচ্চিত্র সেন্সর বোর্ডে আটকে আছে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। এটির সেন্সর প্রসঙ্গে গত বছরের আগস্টে তথ্যমন্ত্রী বলেছিলেন, ‘ছবিটি সেন্সর পাবে। তবে কিছু সংশোধনী সাপেক্ষে।’

কিন্তু এখন পর্যন্ত ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না নির্মাতা ফারুকী। এমতাবস্থায় তিনি বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। আল্টিমেটাম দিয়েছেন, আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে দেশের দর্শকদের জন্য যে ছবিটি দেখার ব্যবস্থা করা হয়।

মঙ্গলবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফারুকী তিনটি প্রশ্নও রাখেন। ঢাকাটাইমস পাঠকদের জন্য ফারুকীর সেই স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো-

‘ফেব্রুয়ারির ২ তারিখের মধ্যে ‘শনিবার বিকেল’ বাংলাদেশের মানুষের সামনে হাজির করতে দিতে হবে। কথা আমাদের একটাই। এর আগে আমাদেরকে আড়েঠাড়ে বলা হয়েছে, উনারা চান না বহির্বিশ্বের মানুষের কাছে ‘শনিবার বিকেল’ ছবিটা যাওয়ার মাধ্যমে ঐ দুঃসহ স্মৃতি আবার ফিরে আসুক। আই মিন সিরিয়াসলি?’

‘ইউটিউবে এই বিষয়ে হাজার হাজার ভিডিও আছে, আর উনারা ভাবছেন একটা সিনেমা আটকাইয়া এই ঘটনা ধামাচাপা দেবেন। আর শনিবার বিকেল তো বিদেশে দেখানোই হচ্ছে! কোথাও ভাবমূর্তি খসে পড়ার ঘটনা তো শুনি নাই। হলিউড রিপোর্টার তো তাদের রিভিউতে আপনাদের নিয়া হাসাহাসি করছে। তারা বলছে, এই ছবি দেইখা তারা বুঝে নাই ভাবমূর্তি কেমনে খসবে! তাদের মনে হইছে ভাবমূর্তির যদি কিছু হয় এই ছবির ফলে সেটা হইতে পারে ভাবমূর্তি বৃদ্ধি!’

এখন আমার প্রশ্ন, জনাবঃ

১. ফেব্রুয়ারি ৩ তারিখ যে ফারাজ মুক্তি পাবে! এখন আপনি কিভাবে ওইটা ধামাচাপা দেবেন?

২. শনিবার বিকেলের প্রথম সেন্সর প্রদর্শনীর পর সেন্সর বোর্ড ছবির প্রশংসা করে বলেছেন দ্রুত সার্টিফিকেট দিবেন। কার ইশারায় এটার দ্বিতীয় প্রদর্শনী হলো, সেটার তদন্ত কি কোনো দিন হবে না?

৩. বিদেশি কলাকুশলী আনার জন্য শুটিংয়ের আগে আমাদেরকে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হয়েছিল। যেখানে আমাদের স্ক্রিপ্ট জমা দিতে হয়েছিল। স্ক্রিপ্ট পড়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে আমাদের অনুমোদন দেয়া হয়েছিল, উৎসাহ দেয়া হয়েছিল। যেটা আজকে অনুমোদন পায়, কালকে সেটা নিষিদ্ধ হয় কিসের ভিত্তিতে?

এর আগে সোমবার বিকালে দেওয়া অন্য একটি পোস্টে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ফারুকী লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, প্রিয় তথ্য মন্ত্রণালয়। গুলশানের হলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় ছবি ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ।’

‘এই বঙ্গদেশের এক অধম ফিল্মমেকার ঐ ঘটনার অনুপ্রেরণা নিয়ে ‘শনিবার বিকেল’ বানিয়ে আজকে চার বছর সেন্সরে আটকা। আমাদের ছবি আর্টিজানের ঘটনা পুনঃনির্মাণ করে নাই, এমনকি ঐ ক্যাফের ভেতরের কোনো চরিত্র পুনঃনির্মাণও করে নাই! তার পরও এই সাজা পাওয়ার একমাত্র কারণ কি এই দেশের নাগরিক হওয়া?’

পোস্টের শেষে ফারুকী লেখেন, ‘ধন্যবাদ সব কিছুর জন্য। ইতিহাস নিষ্ঠুর। সে সব কিছু মনে রাখে।’

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এলএম/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :